Unlock tool দিয়ে Samsung A107F FRP lock remove

A107F FRP Lock Remove করার পদ্ধতি।

সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আপনাদের কাছে একটি মোবাইল সফটওয়্যারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই ।এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা স্যামসাং A107F FRP Remove করবেন।

(A107F FRP Lock Remove)

১ম ধাপ

প্রথমে আপনি আপনার কম্পিউটারে Unlock tool এ ক্লিক করুন। এরপর আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিন এবং লগইন বাটনে ক্লিক করুন।

২য় ধাপ

এখন আপনি samsung ট্যাবের উপর ক্লিক করুন।

৩ ধাপ

samsung ট্যাবের উপর ক্লিক করার পর। Security অপশনটিতে ক্লিক করুন।

৪ নং ধাপ

এখন সার্চ বক্সে টাইপ করুন a107f । দেখুন এখানে আপনার ফোনের মডেল চলে এসেছে। এটার CPU হচ্ছে MT 6765 – MediaTek কোম্পানির CPU । এখানে পাশে লেখা Brom এটা Brom পদ্ধতিতে কাজ করতে হবে।

৫ নং ধাপ

এখন আপনি আপনার মোবাইলের FRP lock remove করার জন্য। Erase FRP তে ক্লিক করুন। মনে রাখবেন আপনার মোবাইলের মডেল আর CPU যদি নিশ্চিত হতে না পারেন তাহলে কাজটি করতে যাবেন না।

৬ নং ধাপ

Erase FRP তে ক্লিক করার পর এখন ডানপাশে দেখুন ( BROM ) ERASE FRP – Initializing USB ok

waiting for device

৭ নং ধাপ

এখন আপনার মোবাইলটা সংযুক্ত করুন। ইউএসবি ক্যাবল লাগান। আপনার মোবাইলটি অফ করুন এবং ভলিউম ডাউন বাটন চেপে ধরে USB কেবেল লাগান। এরপর আপনার কম্পিউটারে বুটিং পাবে এবং আপনার মোবাইল ওকে হয়ে যাবে।

এবং লেখা থাকবে ERASE FRP Ok

আশা করছি আপনারা এই পোস্ট থেকে কিছু জানতে পেরেছেন ও কিছু শিখতে পেরেছেন ।

এটা একটি মোবাইল টেকনিশিয়ান কাজ । আশা করছি এটা থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন।

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *