লুব্রিকেন্টস কি?ইঞ্জিনের স্থির ও চলমান যন্ত্রাংশের ঘর্ষণ প্রতিকার করা

লুব্রিকেন্টস কি? ইঞ্জিনের স্থির ও চলমান যন্ত্রাংশের ঘর্ষণ প্রতিকার করা।

সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম )

আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন ইঞ্জিনের স্থির ও চলমান যন্ত্রাংশের ঘর্ষণ প্রতিকার করা সম্পর্কে।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে ইঞ্জিন সাসপেনশন সিস্টেম সরঞ্জামের কার্যবিধি সম্পর্কে।

লুব্রিকেন্টস কি?

মোটরযানের ইঞ্জিনের যে তরল স্থির যন্ত্রাংশের উপর যখন চলমান যন্ত্রাংশ ঘুরতে থাকে, তখন উভয় যন্ত্রাংশের মাঝে পিচ্ছিল কারক হিসেবে উপস্থিত থেকে যন্ত্রাংশ সমূহের ঘর্ষণজনিত ক্ষয় প্রতিরোধ করে এবং ঘর্ষণজনিত শক্তির অপচয় কমায় তাকে লুব্রিকেন্ট বলে।

লুব্রিকেন্টের প্রয়োজনীয়তা

মোটরযানের ইঞ্জিনে লুব্রিকেন্ট বা পিচ্ছিল করণ পদার্থের প্রয়োজনীয়তা নিম্নরূপ –

১. ইঞ্জিনের স্থিরও চলমান যন্ত্রাংশের ঘর্ষণ প্রতিকার করা:

স্থির যন্ত্রাংশের উপর যখন চলমান যন্ত্রাংশ ঘুরতে থাকে তখন উভয় যন্ত্রাংশের ঘর্ষণ প্রতিরোধ করে এবং ঘর্ষণ জনিত শক্তির অপচয় কমায়।

২. চলমান যন্ত্রাংশ সংস্পর্শ থেকে প্রতিহত করা:

ইঞ্জিনের পিস্টন শ্যাফট প্রভৃতি যথাক্রমে সিলিন্ডার ও বিয়ারিং এর মাঝে উঠানামা করে অথবা একটি অপরটির মধ্যে ঘুরে কার্য সম্পাদন করে। এ সময় পিস্টন ও সিলিন্ডার এবং বিয়ারিং ও শ্যাফটের মাঝে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকরণ তেল একটি পাতলা আবরণের সৃষ্টি করে চলমান একটি যন্ত্রাংশ অপরটির সঙ্গে সংস্পর্শে হতে দেয় না। এতে ঘর্ষণজনিত শক্তির অপচয় রোধ হয়।

আরো পড়ুনঃ

ভাঙ্গা বোল্ট স্ক্রু বেরকরণ সহজ কৌশল

ইঞ্জিনের সাসপেনশন সিস্টেম

ইঞ্জিনের সাসপেনশন সিস্টেমের সরঞ্জামের কার্যবিধি

৩. ইঞ্জিনকে ওভারহিট থেকে রক্ষা করেঃ

লুব্রিকেন্ট বা পিচ্ছিল কারক তেল ঘূর্ণায়মান যন্ত্রাংশের ঘর্ষণ রোধ করে বিধায় ইঞ্জিন হিট হতে পারে না, যা সুষ্ঠুভাবে ইঞ্জিন চলার সহায়ক হয়। লুব্রিকেন্ট শীতলীকরন মাধ্যম হিসেবে কাজ করে।

৪. যন্ত্রাংশের ক্ষয় রোধ করেঃ

সঠিক বা উন্নত মানের পিচ্ছিল কারক পদার্থ যন্ত্রাংশের মাঝে কঠিন প্রতিরোধক তেলের পর্দা তৈরি করে বলে যন্ত্রাংশের মাঝে ঘর্ষণ কম হয় এবং যন্ত্রাংশের ক্ষয় রোধ করে।

৫. মরিচা রোধ করেঃ

যন্ত্রাংশের মাঝে সর্বদা তেলের পর্দা থাকে বলে এটা ধাতব পদার্থের মরিচা ধরা রোধ করে।

৬. কারবন ও ময়লা জমা রোধ করেঃ

লুব্রিকেন্ট বা পিচ্ছিল করণ তেলের উপাদান কার্বন উৎপন্ন হতে দেয় না এবং যন্ত্রাংশে ক্ষয় হয়ে তলানি জমা করে না।

৭. তেলের ফাঁক পূরণ রাখেঃ

পিস্টন ও সিলিন্ডার, শ্যাফট ও বিয়ারিং প্রভৃতির মাঝে তেলের পর্দা সুষ্ঠু রাখে এবং বাতাস ও জ্বালানি মিশ্রণে লিক হতে দেয় না।

৮. ঘূর্ণায়মান যন্ত্রাংশের শব্দ কমায়ঃ

ঘূর্ণায়মান যন্ত্রাংশের মাঝে তেলের পর্দা উভয়কে বা একে হতে দেয় না বলে ঘূর্ণন জনিত শব্দ প্রতিহত হয়। ফলে যন্ত্রাংশের কার্যকাল ও বৃদ্ধি হয়।

আশা করছি আপনারা এই পোস্ট থেকে কিছু জানতে পেরেছেন ও কিছু শিখতে পেরেছেন। পোস্টটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *