জন্ম নিবন্ধন দিয়ে টিকা নিবন্ধন -
সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন জন্ম নিবন্ধন দিয়ে টিকা নিবন্ধন কিভাবে করবেন।
জন্ম নিবন্ধন দিয়ে করোনার টিকা নিবন্ধন।
যাদের এখনো জাতীয় পরিচয় পত্র হয়নি এবং যাদের জন্ম ১/১/২০১৭ তাদের যদি অনলাইন জন্ম নিবন্ধন থাকে তাহলে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে করোনার টিকার জন্য নিবন্ধন করতেএখানে ক্লিক করুন ক্লিক করার পর সরাসরি মূল পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে ।
আরো পড়ুনঃ
নগদ পিন নম্বর পরিবর্তন করার নিয়ম
বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার পদ্ধতি
রকেট একাউন্ট খোলার নিয়ম
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন
মূল পৃষ্ঠায় যাওয়ার পর ছবিতে দেখানো ধাপ অনুসরণ করে টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।[প্রথম ধাপ]
![]() |
জন্ম নিবন্ধন দিয়ে COVID 19 vaccine registration |
জন্ম সনদ নম্বর লেখা বক্সে আপনার জন্ম নিবন্ধনে থাকা ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বারটি দিন।
এরপর (জন্ম তারিখ জন্ম সনদ অনুযায়ী) এখানে প্রথমে দিন আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী বাছাই করুন এবং মাস জন্ম নিবন্ধন অনুযায়ী তারপর বছর জন্ম নিবন্ধন অনুযায়ী নির্বাচন করুন।
এরপর ( উপরের লিখাটি সঠিকভাবে নিচে লিখুন) এখানে যে লেখাটি দেখানো হবে একই লেখা নিচে বক্সে লিখুন সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়ার পর (যাচাই করুন) বাটনে ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে।
পরবর্তী ধাপে আপনার জন্ম নিবন্ধনের তথ্য দেখানো হবে (আপনার নাম)। [দ্বিতীয় ধাপ]
![]() |
জন্ম নিবন্ধন দিয়ে করোনার টিকার জন্য নিবন্ধন |
দ্বিতীয় ধাপে যাওয়ার পর(মোবাইল অপশনে) আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিন।
এরপর (বর্তমান ঠিকানা)(যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক) অর্থাৎ আপনি যেখানে ভ্যাকসিন গ্রহণ করতে চান তা নির্বাচন করুন।
প্রথমে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এরপর আপনার স্থানীয় কেন্দ্র নির্বাচন করুন সবকিছু সঠিকভাবে দেওয়ার পর (সংরক্ষণ করুন) বাটনে ক্লিক করুন ক্লিক করার পর পরবর্তী ধাপ আসবে ।[তৃতীয় ধাপ]
![]() |
জন্ম নিবন্ধন দিয়ে করোনার টিকার জন্য নিবন্ধন |
তৃতীয় ধাপে যাওয়ার পর আপনার দেওয়া মোবাইল নাম্বারে ছয় সংখ্যার OTP আসবে।
ছয় সংখ্যার OTP কোড টির মেয়াদ পাঁচ মিনিট। পাঁচ মিনিটের মধ্যে মোবাইল OTP প্রদান করুন বক্সে ওটিপি বসিয়ে দিন।
ওটিপির মেয়াদ পাঁচ মিনিট শেষ হয়ে গেলে বা ওটিপি না পেলে পুনরায় ওটিপি পাঠান স্থানে ক্লিক করুন।
ওটিপি সঠিকভাবে দেওয়ার পর (নিবন্ধন সম্পন্ন করুন) বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে একটি মেসেজ পাবেন।
জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর টিকার কার্ড ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
ক্লিক করার পর সরাসরি ডাউনলোড অপশনে নিয়ে যাবে ডাউনলোড অপশনে যাওয়ার পর ছবিতে দেখানোর নিয়ম অনুসরণ করে জন্ম নিবন্ধন দিয়ে টিকার কার্ড ডাউনলোড করুন।
![]() |
জন্ম নিবন্ধন দিয়ে করোনার টিকার জন্য নিবন্ধন |
(প্রথম ধাপ) প্রথমে (জন্ম সনদ নম্বর) স্থানে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বারটি দিন। এরপর জন্ম তারিখ জন্ম সনদ অনুযায়ী।
(উপরের লেখাটির সঠিকভাবে নিচে লিখুন) স্থানে লেখাটি ভালো করে টাইপ করুন এরপর যাচাই করুন বাটনে ক্লিক করুন।
ক্লিক করার পর পরবর্তী অপশনে নিয়ে যাবে। (দ্বিতীয় ধাপ)
![]() |
জন্ম নিবন্ধন দিয়ে করোনার টিকার জন্য নিবন্ধন |
EARNINGS WITH THE HELP OF AI FROM $1000 PER DAY WITHOUT SKILLS AND EXPERIENCE http://passive-income-5392.ketlenpack.online/exclusive-product
Attract more than 10,000 potential clients per day to your website aatipsbd.com http://vip-512731.gotherealworld.com/the
PERSONAL MESSAGE! Semi-passive earnings of exactly $1000 per day in cryptocurrency http://earn-614562.hotelgoldenglory.com/bank
Investieren Sie clever und erreichen Sie 1000 EUR pro Tag! http://euro-717571.mechguides.com/ai
GUARANTEED $1000 DAILY EARNINGS – DON’T MISS OUT http://method-312511.skycensor.com/buy