মৃত্যু নিবন্ধন অনলাইন চেক – Check death registration online

মৃত্যু নিবন্ধন অনলাইন চেক – Chack death registration online

সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম )

আপনাদের এই পোস্টে জানাবো কিভাবে মৃত্যু নিবন্ধন অনলাইনে আছে কিনা তা দেখবেন।

আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনি মৃত্যু নিবন্ধন অনলাইন চেক করতে পারেন।

এটি অনেক সময় প্রয়োজন হয় আপনার নিকটস্থ কোন ব্যক্তির একটি মৃত্যু নিবন্ধন সনদ আছে।

কিন্তু এটি অনলাইনে আছে কিনা তা আপনি জানেন না এটি অনলাইনে আছে কিনা তা জানা খুবই প্রয়োজন।

এই পোস্টটি অনুসরণ করে আপনি খুব সহজে নিবন্ধন সনদ অনলাইন চেক করতে পারেন।

এটির মাধ্যমে আপনার লাভ হবে কোন কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না।

সম্পূর্ণ ঝামেলা ছাড়াই আপনি নিজে নিজে এটি করতে পারেন।

এতে করে আপনার সময় বাঁচবে এবং টাকাও বাঁচবে।

এই কাজটি করলে আপনার অনলাইনে জ্ঞান বৃদ্ধি পাবে।

আমাদের এই ওয়েবসাইটে আমরা সব সময় আপনাদের প্রয়োজনীয় পোস্ট করে থাকি ।

যাতে করে আপনারা কিছু উপকৃত হন।

( মৃত্যু নিবন্ধন অনলাইন চেক – Chack death registration online )

মৃত্যু * নিবন্ধন মোবাইল দিয়ে অনলাইন চেক করতে এখানে ক্লিক করুন

ক্লিক করার পর সরাসরি মোল লিঙ্কে নিয়ে যাওয়া হবে। মোল লিঙ্কে যাওয়ার পর ছবিতে দেখানো ধাপ অনুসরণ করুন।

 

মৃত্যু নিবন্ধন অনলাইন চেক Death registration online Chack
Death registration অনলাইন চেক

প্রথম ধাপ

প্রথম বক্সে মৃত্যু নিবন্ধনে থাকা ১৭ সংখ্যার মৃত্যু নিবন্ধন নাম্বারটি প্রবেশ করাতে হবে।

(দ্বিতীয় ধাপ)

দ্বিতীয় ধাপে মৃত্যুর বছর মাস এবং দিন লিখতে হবে। এভাবে, 2020-07-01

(তৃতীয় ধাপ)

তৃতীয় ধাপে যোগফল বা বিয়োগফল সঠিকভাবে পূরণ করে সার্চ বক্সে ক্লিক দিলেই আপনার  অনুসন্ধান অনলাইনে থাকলে অনলাইন ফলাফল দেখতে পাবে

আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন।

আর পোস্টটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে

আরো পড়ুনঃ

জাতীয় পরিচয় পত্র দিয়ে টিকা সনদ ডাউনলোড

কথা হচ্ছে বন্ধু কথা হচ্ছে শত্রু এই বাক্যটির পূর্ণাঙ্গ উদাহরণ

বিবাহের আগে বলে জীবন দিয়ে ভালোবাসি বিয়ের পরে বলে ভুল করেছি কারণ কি

আপনার প্রয়োজনীয় তথ্য নিরাপদ রাখুন

আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও কেউ চালাতে পারবে না MAC Address দিয়ে ব্লক করুন

 

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *