ওয়াইফাই ব্লক করুন MAC Address দিয়ে –
সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম )
আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আপনারা এই পোস্ট থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন।
এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার ওয়াইফাই নিরাপদ রাখবেন।
বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে স্মার্টফোন ব্যবহার করে আমরা দেশ-বিদেশের বিভিন্ন খবর এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি।
এই দেশ-বিদেশের খবর এবং বিভিন্ন তথ্য জানার জন্য আমাদের স্মার্টফোনে অবশ্যই ইন্টারনেট থাকা প্রয়োজন।
এই ইন্টারনেট সার্ভিস বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে।
কিন্তু মোবাইল ডাটা ক্রয় করা অনেক সময় ঝামেলা এবং ব্যয়বহুল হয়ে থাকে।
তাই মানুষজন তাদের পছন্দমত সবকিছু উপভোগ করার জন্য তাদের পছন্দমত বিষয় সম্পর্কে জানার জন্য ওয়াইফাই ব্যবহার করে থাকে।
এই ওয়াইফাই বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে সার্ভিস দিয়ে থাকে মাসিক একটি অর্থ প্রদানের মাধ্যমে।
আপনি আপনার বাড়িতে ওয়াইফাই ব্যবহার করতেছেন।
কিন্তু কোন ভাবে আপনি আপনার পরিচিত একজনকে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়েছেন।
আপনার থেকে পাসওয়ার্ডটি নেওয়ার পর সে অন্য আরেকজনকে দিয়েছে। হয়তো কেউ তার মোবাইল থেকে পাসওয়ার্ড নিয়ে নিয়েছে।
এখন যে পাসওয়ার্ড নিয়ে নিয়েছে সে তার মোবাইলে পাসওয়ার্ড দিলেই আপনার ওয়াইফাই চালু হয়ে যাবে।
কিন্তু একটি সিস্টেম আছে যেটি ব্যবহার করলে পাসওয়ার্ড দিলেও ওয়াইফাই চালু হবে না।
আপনাদেরকে এই পোস্টে সেই বিষয় সম্পর্কে জানাবো ইনশাল্লাহ।
এই পোস্টটি ভালভাবে অনুসরণ করলে তাহলে আপনি আপনার ওয়াইফাই নিরাপদ রাখতে পারবেন ।
( আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও চালাতে পারবে না MAC Address দিয়ে ব্লক করুন )
আপনি যে কোম্পানির ওয়াইফাই ব্যবহার করেন না কেন প্রত্যেক ওয়াইফাই রাউটারে ম্যাক এড্রেস সিস্টেম অবশ্যই থাকে।
যারা Netis router ব্যবহার করেন তারা এই পোস্টটি অনুসরণ করুন।
সতর্কতাঃ আপনি Mac filtering করার সময় অবশ্যই যে মোবাইলে বা ল্যাপটপে আপনাকে এডমিন সংযোগ দেওয়া হয়েছে সেই মোবাইল বা ল্যাপটপটি আগে Mac filtering করতে হবে। এটি যদি আপনি না করেন তাহলে আপনার এডমিন রাউটারে প্রবেশ করতে পারবেন না।
প্রথমে আপনাকে আপনার রাউটারের এডমিন প্যানেলে প্রবেশ করতে হবে।
আপনার রাউটারের এডমিন প্যানেলে প্রবেশ করার জন্য আপনার রাউটারের আইপি বা রাউটার এডমিন ইউআরএল প্রয়োজন।
এখন আপনি এটি কোথায় পাবেন আপনার রাউটার এর এডমিন ইউআরএল নেওয়ার জন্য আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে যান এবং সেখানে সার্চ বারে লিখুন My Netis. এর পর ছবির ধাপ অনুসরন করুন।
মনে রাখবেন আপনাকে যে মোবাইলে এক্সেস দেওয়া হয়েছে সেই মোবাইল থেকে করতে হবে।
১ নং ধাপঃ

1 .এরপর Netis Router Manager tools এই অ্যাপে ক্লিক করুন।
2. এরপর ইন্সটল লেখা বাটনে ক্লিক করুন। ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করুন।
২ নং ধাপঃ

3. আপনার মোবাইলে অ্যাপ ইনস্টল হওয়ার পর Login বাটনে ক্লিক করুন।
4. তীর দিয়ে দেখানো একটি নাম্বার দেখতে পাবেন এটি হচ্ছে আপনার রাউটার আইপি অ্যাড্রেস।
বা এটি একটি এডমিন ইউআরএল এই ইউ আর এল টি কপি করুন। অথবা চেপে ধরে গুগল ক্রোম দিয়ে ওপেন করুন। এ অ্যাড্রেসটি কপি করার পর
৫. গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এটি পেস্ট করুন এবং সার্চ করুন।
৬. আপনার রাউটারের এডমিন প্যানেলে প্রবেশ করার জন্য User name এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সাধারণত প্রত্যেক রাউটারের ইউজারনেম এবং পাসওয়ার্ড admin – admin হয়ে থাকে।
অথবা আপনার রাউটারের পিছনে লেখা কি আছে তা দেখতে পারেন। আপনার রাউটারের ইউজারনেম এবং পাসওয়ার্ড পরবর্তীতে পরিবর্তন করা খুবই প্রয়োজন। সেটিও আপনারা জানতে পারবেন এই ওয়েবসাইট থেকে। আপনার Username এবং পাসওয়ার্ড দেওয়ার পর Login বাটনে ক্লিক করুন।
৩ নং ধাপঃ

7. রাউটার এডমিনে প্রবেশ করার পর সেখানে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড এবং ওয়াইফাই এর নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন।
৮. এরপর উপরে ডান পাশে কোনায় advance option দেখতে পাবেন। এই সেটিংস অপশনটিতে ক্লিক করুন।
৯. এখন বাম পাশে একটি মেনু বার দেখতে পাবেন। এই মেনু বারে Access control মেনুতে ক্লিক করুন।
১০. এরপর Mac filtering নামে একটি সাবমেনু দেখতে পাবেন। MAC filtering সাব মেনুতে ক্লিক করুন।
৪ নং ধাপঃ

১১. এরপর তীর দিয়ে দেখানো এখানে উপরে enable করে দিবেন। এখানে দুটি অপশন দেখতে পাবেন।
Deny the network access for the devices MAC address not listed below – নিচে তালিকাভূক্ত নয় এমন ডিভাইসগুলির MAC ঠিকানার নেটওয়ার্ক এক্সেস অস্বীকার করুন।
Permit the network access for the devices MAC address not listed below – নিচে তালিকাভুক্ত নয় এমন MAC ঠিকানা গুলির জন্য নেটওয়ার্ক অ্যাক্সেসের অনুমতি দিন।
এখান থেকে আপনি উপরের অপশনটি বেছে নিন এবং save বাটনে ক্লিক করুন।
এখানে নিচে আপনি দেখতে পাবেন MAC ঠিকানা যোগ করার অপশন। এখন আপনি এই MAC ঠিকানা কোথায় পাবেন ।
১২. এই MAC Address নেওয়ার জন্য বাম পাশে মেনুবার থেকে network মেনুতে ক্লিক করুন।
১৩. এরপর LAN সাব মেনুতে ক্লিক করুন।
১৪. এরপর নিচে দেখতে পাবেন আপনার ওয়াইফাই সঙ্গে সংযুক্ত সকল ডিভাইসের MAC Address সর্বপ্রথম আপনার ম্যাক এড্রেস কোনটি সেইটি বাছাই করুন এবং কপি করুন।
সতর্কতাঃ সর্বপ্রথম আপনি যে ডিভাইসে আপনার রাউটার কন্ট্রোল সেই ডিভাইসের MAC Address আগে সংযুক্ত করুন। আগে সংযুক্ত না করলে আপনার ডিভাইসের অ্যাক্সেস হারিয়ে ফেলবেন। পুনরায় আপনার রাউটার রিসেট করতে হবে।
৫. নং ধাপঃ

১৫. ম্যাক এড্রেস কপি করার পর, মেনুবার থেকে access control মেনুতে ক্লিক করুন।
১৬. এরপর Mac filtering সাবমেনুতে ক্লিক করুন। আরেকটি পেজ ওপেন হবে।
১৭. এরপর ডেসক্রিপশন এর জায়গায় আপনার নাম দিন বা যার ডিভাইস এড করতে চান তার নাম দিন। MAC address এর জায়গায় আপনার কপি করা MAC এড্রেস দিন। Everyday, all day দিয়ে add এ ক্লিক দিলে আপনার Mac filtering হয়ে যাবে।
১৮. এই তালিকা থেকে আপনি যে ডিভাইসটি ডিলিট করতে চান সেটির পাশে ক্রস চিহ্নতে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। এবং সে আর আপনার ওয়াইফাই চালাতে পারবে না।
ওয়াইফাই ব্লক করুন MAC Address দিয়ে
এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট Netis router ব্যবহারকারীদের জন্য।
আপনাদের কোন রকম বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানান।
পোস্টটি যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে