What is internal trade? Definition – অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? সংজ্ঞা
সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম )
আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? সংজ্ঞা – What is internal trade? Definition সম্পর্কে।
এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? ।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।
অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? What is internal trade?
একটি দেশের দুটি অঞ্চলের মধ্যে দ্রব্য ও সেবা কর্মের লেনদেন কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
যেমনঃ বাংলাদেশের সিলেট বিভাগ থেকে চা চাঁপাইনবাবগঞ্জ জেলায় যাই। আবার চাপাই নবাবগঞ্জ থেকে আম সিলেটে যায়। এরূপ লেনদেন হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য।
একটি দেশের উৎপাদিত পণ্য নিজের দেশের মধ্যে ক্রয় বিক্রয় হলে এটিকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
অভ্যন্তরীণ বাণিজ্য সব সময় দেশীয় টাকায় সম্পন্ন হয়ে থাকে।
একটি দেশের উৎপাদিত পণ্য অন্য দেশের নিকট বিক্রয় করলে তাহলে সেটি হয় আন্তর্জাতিক বাণিজ্য।
আন্তর্জাতিক বাণিজ্য রাষ্ট্রীয় নিয়ম মেনে ডলারের বিনিময়ে সম্পন্ন করতে হয়।
আরো পড়ুনঃ
আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? সংজ্ঞা ও গুরুত্ব -
Article বা পদাশ্রিত নির্দেশক A এর ব্যবহার
Affirmative Sentence and Negative Sentence উদাহরণ
Errors in Degree
Errors in Article
( অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা )
১. বিভিন্ন মুদ্রা।
একটি দেশের অভ্যন্তরে সকল প্রকার বাণিজ্য একই মুদ্রায় সম্পন্ন হয়।
যেমন বাংলাদেশের অভ্যন্তরে সকল প্রকার লেনদেন টাকায় সম্পন্ন হয়।
কিন্তু দুটি দেশের মধ্যে বাণিজ্য দুটি মুদ্রা জড়িত থাকে।
বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হার পরিবর্তিত হতে পারে এবং বর্তমানকালে তা পরিবর্তিত হয়।
যেমনঃ ১৯৭১ – ৭২ সালে টাকা ও ডলারের বিনিময়ে হার ছিল ১ আমেরিকান ডলার = ৭.৩০ টাকা, কিন্তু ১৯৯৭ – ৯৮ সালের মাঝামাঝি অবস্থায় তা দাঁড়ায় ১ ডলার = ৪৬.৫০ টাকায়। বিনিময় হারের পরিবর্তনের ফলে নানা রূপ জটিলতা ও নীতি নির্ধারণে সমস্যা দেখা দেয়।
