Shall and will – এর ব্যবহার উদাহরণসহ আলোচনা

Use of Shall and will – Shall and will এর ব্যবহার উদাহরণসহ আলোচনা

সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম )

আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন Use of Shall and will – Shall and will এর ব্যবহার সম্পর্কে।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Article A এর ব্যবহার সম্পর্কে।

ধারাবাহিকভাবে Grammar সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।

Shall and will এর ব্যবহারঃ

Sentence বা বাক্যে Future Indefinite Tense বা সাধারণ ভবিষ্যৎ কাল বুঝাতে shall এবং will ব্যবহৃত হয়।

Future Indefinite Tense বা সাধারণ ভবিষ্যৎ কাল কাকে বলে?

কোন কাজ ভবিষ্যৎ কালে সংঘটিত হবে এরূপ বুঝালে এর কালকে Future Indefinite Tense বা সাধারণ ভবিষ্যৎ কাল বলে।

Subject এর পর person অনুযায়ী shall বা will এবং তার পর verb এর present রূপ বসে।

সাধারনত 1 st person এর সাথে shall এবং 2nd ও 3rd person এর সাথে will হয়।

অর্থাৎ Subject+ shall/will+ verb এর present form + object বা অন্যান্য অংশ।

যেমনঃ

I shall go to Dhaka – আমি ঢাকা যাব।

The will do the work – তারা কাজটি করবে।

We shall do the work – আমরা কাজটি করব।

I shall write a letter – আমি একটি চিঠি লিখব।

We shall help you – আমরা তোমাকে সাহায্য করব।

You will do the work – তোমরা কাজটি করবে।

You will be a poet – তুমি একজন কবি হবে।

The will sing – তারা গান গাইবে।

The teacher will teach English – শিক্ষক ইংরেজি পড়াবেন।

Rahim will not drink tea – রহিম চা পান করবে না।

I shall not go to school today – আমি আজ স্কুলে যাব না।

আরো পড়ুনঃ

আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে?

Article বা পদাশ্রিত নির্দেশক A এর ব্যবহার

Affirmative Sentence and Negative Sentence উদাহরণ

Errors in Degree Adjective এর Degree গঠনে কিছু ভুল

Errors in Article বা পদাশ্রিত নির্দেশক ব্যবহারে কিছু ভুল সংশোধন

Use of Shall and will - Shall and will এর ব্যবহার
Use of Shall and will

They will not come here – তারা এখানে আসবে না।

Will you eat rice? – তুমি কি ভাত খাবে?

Will you buy a pen? – তুমি কি একটি কলম কিনবে?

Will Mr. Kamal help us? – কামাল সাহেব কি আমাদের সাহায্য করবেন?

Note: সাধারণত I ও We এর পরে shall এবং অন্যসব Person এর পরে will বসে ‌।

Negative Sentence এ I , We এর পরে Shall not বসে। আর অন্য সব Person এর পরে will not বসে।

Interrogative করার সময় Shall/ Will Sentence এর শুরুতে বসে।

আশা করছি আপনারা এই পোস্ট থেকে কিছু জানতে পেরেছেন ও কিছু শিখতে পেরেছেন।

আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন। আর পোস্টটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *