Use of A – A এর ব্যবহার
সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম )
আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন Use of A – A এর ব্যবহার সম্পর্কে।
এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Affirmative Sentence and Negative Sentence সম্পর্কে ।
ধারাবাহিকভাবে Grammar সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।
( Use of A – A এর ব্যবহার )
ইংরেজি Article বা পদাশ্রিত নির্দেশক A এর ব্যবহার সম্পর্কে জানা একটি গুরুত্বপূর্ণ বিষয়। Article কি তা জানতে Article Post দেখুন।
I have a pen – আমার একটি কলম আছে।
I see a bird – আমি একটি পাখি দেখি।
Mamun is a good student – মামুন একজন ভাল ছাত্র।
The cow is a useful animal – গরু গৃহপালিত প্রাণী।
The Ittefaq is a daily newspaper – ইত্তেফাক একটি দৈনিক পত্রিকা।
The Padma is a big river – পদ্মা একটি বড় নদী।
There is a university in Rajshahi – রাজশাহীতে একটি বিশ্ববিদ্যালয় আছে।
He is a European – তিনি একজন ইউরোপের লোক।
* He is a historian – তিনি একজন ঐতিহাসিক।
He is a B.A. – তিনি একজন বি,এ।
Buy me a book/ By a book for me – আমাকে একটি বই কিনে দাও।
His father is a teacher – তার পিতা একজন শিক্ষক।
Your uncle is a lawyer – তোমার চাচা উকিল।
My brother is a doctor – আমার ভাই একজন ডাক্তার।
The man is a miser – লোকটি কৃপণ।
A river flows into the sea – নদীর সমুদ্রের পতিত হয়।
The Quran is a holy book – কোরআন পবিত্র গ্রন্থ।
আরো পড়ুনঃ
Affirmative Sentence and Negative Sentence উদাহরণ
Errors in Degree – Adjective এর Degree গঠনে কিছু ভুল
* Errors in Article বা পদাশ্রিত নির্দেশক ব্যবহারে কিছু ভুল
Errors in Gender – লিঙ্গ গঠনে কিছু ভুল সংশোধন করার নিয়ম
Errors in Number বা বচনে ত্রুটি
