Errors in Article – Article বা পদাশ্রিত নির্দেশক ব্যবহারে কিছু ভুল সংশোধন

Errors in Article বা পদাশ্রিত নির্দেশক ব্যবহারের কিছু ভুল সংশোধন

সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম )

আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন Errors in Article বা পদাশ্রিত নির্দেশক এর কিছু ভুল সংশোধন করা সম্পর্কে।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Errors in Gender সম্পর্কে।

ধারাবাহিকভাবে Grammar সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।

Article বা পদাশ্রিত নির্দেশক কাকে বলে? দেখুন

( Errors in Article বা পদাশ্রিত নির্দেশক ব্যবহারে কিছু ভুল সংশোধন )

1 . শব্দের প্রথমে ‘e’ বা ‘u’ থাকলে এবং এর উচ্চারণ ইউ’র মত হলে, এর পূর্বে an না বসে a বসে। যেমনঃ

Incorrect: He is ‘an’ European.

Correct: He is ‘a’ European.

Incorrect: There is ‘an’ university in Dhaka.

Correct: There is ‘a’ university in Dhaka.

2. কোন শব্দের প্রথমে ‘h’ থাকলে এবং তা পুরোপুরি উচ্চারিত না হলে তার পূর্বে ‘a’ না বসে ‘an’ বসে। যেমনঃ

Incorrect: He is ‘a’ honest man.

Correct: He is ‘an’ honest man.

Incorrect: He is ‘a’ honours graduate.

Correct: He is ‘an’ honours graduate.

3. সংক্ষিপ্ত শব্দের ( abbreviation) প্রথমে consonant থাকলে এবং এর উচ্চারণ vowel এর মত হলে এর পূর্বে ‘an’ বসে। যেমনঃ

Incorrect: He is ‘a’ M.A.

Correct: He is ‘an’ M.A.

Incorrect: Mr. Salman is a L.L.B.

Correct: Mr. Salman is ‘an’ L.L.B.

কিন্তু সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant এর মত উচ্চারিত হলে ‘an’ না বসে ‘a’ বসে। যেমনঃ

Incorrect: He is ‘an’ B.A.

Correct: He is ‘a’ B A.

Incorrect: Mr. Karim is ‘an’ B Sc.

Correct: Mr. Karim is ‘a’ B.Sc.

4. শব্দের প্রথমে ‘o’ থাকলে এবং এর উচ্চারণ ‘ওয়ার’ মত হলে এর পূর্বে ‘a’ বসে। যেমনঃ

Incorrect: I saw ‘an’ one – eyed man .

Correct: I saw ‘a’ one – eyed man.

Incorrect: Give me ‘an’ one – taka note.

Correct: Give me ‘a’ one – taka note.

আরো পড়ুনঃ

Errors in Gender বা লিঙ্গ গঠনে কিছু ভুল সংশোধন

Errors in Number বা বচনে ত্রুটি

Correction of common errors of Sentence বাক্যের সাধারণ ভুল সংশোধন

5. শ্রেণী বা জাতি বুঝাতে Singular Common Noun এর পূর্বে the বসে ‌। যেমনঃ

Incorrect: A cow is a useful animal.

Correct: The cow is a useful animal.

কিন্তু মানুষ জাতির পূর্বে the বসে না । যেমনঃ

Incorrect: The man is mortal.

Correct: Man is mortal.

6. জাতি বা সম্প্রদায় বুঝাতে Adjective এর পূর্বে The বসে এবং এক্ষেত্রে verb এর Plural হয়। যেমনঃ

Incorrect: The virtuous is happy.

Correct: The virtuous are happy.

Incorrect: The rich is not always happy.

Correct: The rich are not always happy.

Errors in Article বা পদাশ্রিত নির্দেশক
Errors in Article

7. নদী , সাগর মহাসাগর, ইত্যাদির নামের পূর্বে The বসে। যেমনঃ

Incorrect: Padma is a big river.

Correct: The Padma is a big river.

Incorrect: Pacific is the deepest sea.

Correct: The Pacific is the deepest sea.

8. পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে the বসে। যেমনঃ

Incorrect: Himalayas are to the north of India.

Correct: the Himalayas are to the north of India.

Incorrect: Andamans are to the south of India.

Correct: the Andamans are to the south of India .

কিন্তু একটি মাত্র পর্বত বা দ্বীপের নামের পূর্বে The বসে না। যেমনঃ

Incorrect: The Everest is the highest peak in the world.

Correct: Everest is the highest peak in the world.

9 . কতগুলো অদ্বিতীয় জিনিস, চন্দ্র-সূর্য পৃথিবী আকাশ ইত্যাদি নামের পূর্বে The বসে। যেমনঃ

Incorrect: Earth is round.

Correct: The Earth is round.

Incorrect: Sun gives us light.

Correct: The sun gives us light.

10. সংবাদপত্র, ধর্মগ্রন্থ এবং মহাকাব্যের পূর্বে The বসে। যেমনঃ

Incorrect: I read Ittefaq daily.

Correct: I read the Ittefaq daily.

Incorrect: Quran is a holy book to the Muslim.

Correct: The Quran is a holy book to the Muslim.

11. বিশেষ অর্থপূর্ণ দেশ বা স্থানের নামের পূর্বে The বসে। যেমনঃ

Incorrect: Punjab is a land of five rivers.

Correct: The Punjab is a land of five rivers.

12. Adjective এর Superlative Degree এর পূর্বে The এবং এর পর of বা in বসে। যেমনঃ

Incorrect: He is best boy in the class.

Correct: He is the best boy in the class.

Incorrect: He is wisest man in the village.

Correct: He is the wisest man in the village.

13. একই ব্যক্তি দুই পদবীর অধিকারী হলে প্রথমটির পূর্বে the বসে । যেমনঃ

The Headmaster and secretary is coming.

কিন্তু দুই ব্যক্তি দুই পদবির অধিকারী হলে উভয়ের পূর্বে the বসে। যেমনঃ

Incorrect: The headmaster and secretary are coming.

Correct: The headmaster and the secretary are coming.

আশা করছি আপনারা এই পোস্ট থেকে কিছু জানতে পারবেন ও কিছু শিখতে পারবেন।

আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন।

আর পোস্টটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *