Punctuation Marks – বিরাম চিহ্ন
( আসসালামু আলাইকুম)
আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন Punctuation Marks বিরাম চিহ্ন সম্পর্কে।
এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Right forms of Verbs সম্পর্কে ।
ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।
( Punctuation Marks বা বিরাম চিহ্ন কাকে বলে )
Punctuation শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ Punctum থেকে যার অর্থ হচ্ছে a point বা সামান্য বিরতি।
সুতরাং, Sentence এর মধ্যে অবস্থিত বিভিন্ন ধরনের ভাবকে ভিন্ন ভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে স্পষ্টভাবে প্রকাশ করার প্রক্রিয়াকে Punctuation বা বিরাম চিহ্ন বলে।
Punctuation Marks বা বিরাম চিহ্ন কেন ব্যবহার করা হয়?
Sentence কে সহজবোধ্য ও Sentence এর বক্তব্যকে নিখুঁত করার জন্য এর ভাব, ভঙ্গি বা উপাদানকে অন্যান্য ভাব ভঙ্গি বা উপাদান থেকে বিচ্ছিন্ন বা আলাদা করতে Punctuation Marks এর ব্যবহার হয়।
Punctuation Marks এর প্রকারভেদঃ
1 . Full stop or Period – ( . )
2. Comma – ( , )
3. Semicolon – ( ; )
4. Colon – ( : )
5. Question mark – (❓)
6. Exclamation mark – (❗)
সাধারণ ভাবে ব্যবহৃত হয় এমন আরো কয়েকটি Punctuation Marks হচ্ছে।
7. Dash – ( – )
8. Parenthesis – ( )
9. Inverted Commas or Quotation marks – ( ” )
10. Apostrophe – ( ‘ )
11. Brackets – [ ]
12. Braces – { }
আরো পড়ুনঃ
Right forms of Verbs – Subject Verb Agreement
Positive Degree to Comparative Degree – Positive Degree to Superlative Degree
Comparative Degree to Positive Degree
Superlative Degree to Positive Degree
Punctuation Marks এর ব্যবহারঃ
Full stop or Period ( . ) এর ব্যবহারঃ
1 . Interrogative Sentence এবং Exclamatory Sentence ছাড়া অন্যান্য সকল ধরনের Sentence এর শেষে Full stop বা period ব্যবহৃত হয়।
যেমনঃ
I am reading a book.
May Allah bless you.
2. নামের সংক্ষিপ্ত রূপ এবং শব্দের সংক্ষিপ্ত রূপ ( abbreviation) চিহ্নিত করতে Full stop বা period ব্যবহৃত হয়।
যেমনঃ
M.A. Alim
M.Sc. , M.A. , U.N.O ইত্যাদি।
Camma ( , ) এর ব্যবহারঃ
1 . দুয়ের অধিক সমজাতীয় Word , phrase বা Clause পাশাপাশি ব্যবহৃত হলে সেগুলোকে Comma ( , ) দ্বারা চিহ্নিত করা হয়।
যেমনঃ
Dipa , Rina and Tuni went here.
He lost land , money, reputation and friend.
Note: সাধারণ কোন Word এর পূর্বে and থাকলে তার পূর্বে Comma ব্যবহৃত হয় না।
2. Sentence এর Subject বা Object বা Complement এর Apposition ( ব্যাখ্যা ) থাকলে তার আগে ও পরে Comma বসে। যেমনঃ
Abdur Rahman, Karim’s brother, is a good student.
Ritu a bright student, field unfortunately.
3. Vocative Case সম্বোধন পদ এর Noun কে পৃথক করার জন্য Comma ব্যবহৃত হয়।
যেমনঃ
Rahim, do it at once .
Tuna , come here .
