Assertive Sentence to Interrogative Sentence

Assertive to Interrogative Sentence

আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন Assertive to Interrogative Sentence সম্পর্কে।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Exclamatory to Assertive Sentence সম্পর্কে।

ধারাবাহিকভাবে Grammar সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।

( Assertive to Interrogative Sentence )

1 . Auxiliary verb যুক্ত Assertive Sentence টি যদি Affirmative হয় , তবে তাকে Interrogative Sentence এ পরিবর্তনে সময় প্রথমে Auxiliary Verb এর সাথে not/n’t বসে। তার পর subject বসে এবং বাকি অংশ বসে। সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। কিন্তু Negative হলে শুধু Auxiliary Verb বসবে এবং Negative শব্দটি উঠে যাবে।

যেমনঃ

Affirmative: He is a great scholar.

Interrogative: Isn’t he a great scholar?

Affirmative: I was sincere to my duties?

Interrogative: Wasn’t I sincere to my duties? Or Was I not sincere to my duties?

Negative: He is not a good player.

Interrogative: Is he a good player?

Negative: He doesn’t read attentively.

Interrogative : Does he read attentively?

Negative: We do not tell a lie?

Interrogative: Do we tell a lie?

2. Auxiliary Verb বিহীন Assertive Sentence কে Interrogative করার সময় প্রথমে Tense অনুসারে Don’t/ Doesn’t/ Didn’t বসে এবং Subject বসে। তার পর মূল Verb এর best form ও বাকি অংশ বসে। যেমনঃ

Assertive: They play football.

Interrogative: Don’t they play football?

Assertive: He liked the late spring.

Interrogative: Didn’t he like the late spring?

আরো পড়ুনঃ

Exclamatory Sentence to Assertive Sentence

Interrogative Sentence to Assertive Sentence

Affirmative Sentence to Negative Sentence

Appropriate Preposition কি? উদাহরণসহ আলোচনা

Article বা পদাশ্রিত নির্দেশক কাকে বলে? Article কত প্রকার ও কি কি

3. Negative অর্থ বহন করে এমন Assertive Sentence কে Interrogative Sentence করতে Negative শব্দটির পরিবর্তে তার বিপরীত Affirmative শব্দটি বসে। যেমনঃ

Assertive: I was never late.

Interrogative: Was I ever late?

Assertive: A fish can not fly.

Interrogative: Can a fish fly?

Assertive to Interrogative Sentence
Assertive to Interrogative Sentence

4. All /Everybody/Everyone যদি Subject হিসেবে ব্যবহৃত হয় তবে এগুলোকে Who তে পরিনত করে Interrogative করতে হয়। যেমনঃ

Assertive: All love an honest man.

Interrogative: Who doesn’t love an honest man?

Assertive: Everybody likes flower.

Interrogative: Who doesn’t like flower?

Assertive: Everybody wishes to be happy.

Interrogative: Who does not wish to be happy?

আবার কিছু None/Nobody র ক্ষেত্রেও Who বসে।

তবে Sentence এর বাকী অংশে কোন পরিবর্তন হয় না। যেমনঃ

Assertive: None can do it.

Interrogative: Who can do it?

Assertive: Nobody trusts a liar.

Interrogative: Who trusts a liar?

আশা করছি আপনারা এই পোস্ট থেকে কিছু শিখতে পারবেন।

আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন।

আর পোস্টটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *