Assertive Sentence to Exclamatory Sentence

Assertive Sentence to Exclamatory Sentence

সম্মানিত পাঠক বৃন্দ ( আসসালামু আলাইকুম)

আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন Assertive to Exclamatory বাক্য রূপান্তর সম্পর্কে।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Assertive to Interrogative Sentence সম্পর্কে।

ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।

( Assertive Sentence to Exclamatory Sentence )

Assertive Sentence কে Exclamatory Sentence এ রূপান্তর করার সময় –

How , What, ইত্যাদি দিয়ে বাক্য শুরু করতে হয়।

তার পর ঐ বাক্যে ব্যবহৃত Adjective অর্থাৎ beautiful, nice, fine, wonderful ইত্যাদি বসে।

Adjective এর পরে Subject এবং সর্বশেষ Verb ( am,is,are, was, were ইত্যাদি বসে।Very , great, ইত্যাদি শব্দগুলো উঠে যায়।

Adjective এর পূর্বে article ‘a’ থাকলে what দ্বারা Sentence টি শুরু করতে হয় এবং অন্যান্য ক্ষেত্রে How দ্বারা শুরু করতে হয়। অর্থাৎ, Full Stop (. ) এর পরিবর্তে আশ্চর্য বোধক চিহ্নে (!) ব্যবহৃত হয়। যেমনঃ

( How + What+ Adjective+Subject+Verb + !)

Assertive: The girl is very beautiful.

Exclamatory: How beautiful the girl is!

Assertive: The scenery is very charming.

Exclamatory: How charming the scenery is !

Assertive: You are a great fool.

Exclamatory: What a fool you are!

Assertive: He leads a most unhappy life.

Exclamatory: What an unhappy life he leads!

আরো পড়ুনঃ

Exclamatory Sentence to Assertive Sentence

Interrogative Sentence to Assertive Sentence

Affirmative Sentence to Negative Sentence

Appropriate Preposition কি? উদাহরণসহ আলোচনা

2. Assertive Sentence এ wish থাকলে Exclamatory করার সময় শুরু থেকে wish উঠে যায় এবং Subject এর পরবর্তী Verb টি Subject এর পূর্বে বসে। যেমনঃ

Assertive: I wish I had the wings of a bird.

Exclamatory: Had I the wings of a bird!

Assertive: I wish I were a child again.

Exclamatory: If I were a child again!

Assertive: I wish I could do it.

Exclamatory: If I could I do it!

Assertive Sentence to Exclamatory Sentence
Assertive Sentence to Exclamatory Sentence

আশা করছি আপনারা এই পোস্ট থেকে কিছু শিখতে পারবেন ও কিছু জানতে পারবেন।

আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন।

আর পোস্টটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *