Interrogative Sentence to Assertive Sentence

Interrogative Sentence to Assertive Sentence

আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন Interrogative Sentence to Assertive Sentence বাক্য পরিবর্তন সম্পর্কে।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Affirmative Sentence to Negative Sentence সম্পর্কে।

ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।

Interrogative Sentence to Assertive Sentence

Interrogative Sentence টি না – বোধক হলে Assertive Sentence এ অর্থ মোটামুটি ভাবে কাছাকাছি রাখার জন্য না – বোধকের পরিবর্তে হাঁ – বোধক করা হয়।

আবার Interrogative Sentence টি হ্যাঁ- বোধক হলে Assertive Sentence টিকে না – বোধকে রূপান্তরিত করতে হয়।

( Interrogative Sentence কে Assertive Sentence করার নিয়ম )

Interrogative: Is he not a great fool ? – সে কি মস্ত বড় বোকা নয়? ।

Assertive: He is a great fool – সে মস্তবড় বোকা।

Interrogative: Can anyone do this? কেউ কি এটা করতে পারে? ।

Assertive: No one can do this – কেউ এটা করতে পারে না।

Interrogative: Can I ever forget you? আমি কি কখনো তোমাকে ভুলতে পারি?।

Assertive: I can never forget you – আমি কখনো তোমাকে ভুলতে পারি না।

Interrogative: Don’t they play football? – তারা কি ফুটবল খেলে না? ।

Assertive: They play football – তারা ফুটবল খেলে।

Interrogative: Who does not like a flower? – কে ফুলকে পছন্দ করে না।

Assertive: Everybody likes a flower – সকলেই ফুল পছন্দ করে।

Interrogative: Who has not heard of it? – কে এটি শুনেনি? ।

Assertive: Everybody has heard of it – সকলেই এটি শুনেছে।

আরো দেখুনঃ

Affirmative Sentence to Negative Sentence

Appropriate preposition কি? উদাহরণসহ আলোচনা

Article বা পদাশ্রিত নির্দেশক কাকে বলে? Article কত প্রকার ও কি কি

Contractions বা সংকোচন কি? Contractions গঠন করার নিয়ম

Linking Words কি? এবং এর ব্যবহার উদাহরণসহ আলোচনা

Interrogative Sentence to Assertive Sentence
Interrogative Sentence to Assertive Sentence

Interrogative: Who is happier than you? – তোমার থেকে কে বেশি সুখী? ।

Assertive: Nobody is happier than you – তোমার থেকে কেউ বেশি সুখী নয়।

Interrogative: Can you ever do it ? তুমি কি কখনো এটি করতে পার?

Assertive: You can never do it – তুমি কখনো এটি করতে পারো না।

আশা করছি আপনারা বুঝতে পেরেছেন Interrogative Sentence to Assertive Sentence করার নিয়ম।

আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন।

আর পোস্টটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *