আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং শিক্ষনীয় সকল পোস্ট এখানে পাবেন
Article বা পদাশ্রিত নির্দেশক কাকে বলে? Article কত প্রকার ও কি কি
Article বা পদাশ্রিত নির্দেশক কাকে বলে? Article কত প্রকার ও কি কি
সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম )
আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন Article বা পদাশ্রিত নির্দেশক সম্পর্কে।
এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Contractions বা সংকোচন সম্পর্কে।
ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।
Article বা পদাশ্রিত নির্দেশক কাকে বলে?
যে Word বা Letter, Noun এর পূর্বে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে, তাকে Article বা পদাশ্রিত নির্দেশক বলে।
ইংরেজিতে A,An, এবং The এ তিনটি Article বা পদাশ্রিত নির্দেশক।
Article দুই প্রকারঃ-
Indefinite Article – অনির্দিষ্ট নির্দেশক ।
Definite Article – নির্দিষ্ট নির্দেশক।
Indefinite Article বা অনির্দিষ্ট নির্দেশক কাকে বলে?
যে Article কোন Noun এর পূর্বে বসে তাকে অনির্দিষ্ট করে বুঝায়, তাকে Indefinite Article বা অনির্দিষ্ট নির্দেশক বলে। A ও An এই দুটি হলো Indefinite Article.
Definite Article বা নির্দিষ্ট নির্দেশক কাকে বলে?
যে Article কোন Noun এর পূর্বে বসে তাকে নির্দিষ্ট করে বুঝায়, তাকে Definite Article বা নির্দিষ্ট নির্দেশক বলে। The হলো Definite Article.
( Use of Indefinite Article ‘A’ ও ‘An’ – A ও An এর ব্যবহার )
A এর ব্যবহারঃ
1 . যে সব Word এর প্রথম অক্ষর Consonant হয় , তাদের পূর্বে A বসে। যেমনঃ A man, A tiger, A cat ইত্যাদি।
2. যেসব word এর প্রথম অক্ষর U এর উচ্চারণ লম্বা বা দীর্ঘ হয়, তাদের পূর্বে A বসে। যেমনঃ A university, A useful thing. A unique position ইত্যাদি।
3. আবার কোন word এর প্রথম অক্ষর E এর উচ্চারণ (ইউ) Vowel এর মত হলে সে word টির পূর্বে A বসে। যেমনঃ He is a European
4. যখন কোন Plural Noun এর আগে few, great, many, hundred, thousand ইত্যাদি থাকে, তার পূর্বে A বসে।
যেমনঃ A few minutes. A hundred men, a thousand mangoes ইত্যাদি।
5. কোন word এর প্রথম অক্ষর ‘O’ হল এবং ‘O’ এর উচ্চারণ ‘wa’ এর মত হলে সে word এর পূর্বে A বসে।
যেমনঃ A one taka note. A one -eyed man . A one act play ইত্যাদি।
6. A অনেক সময় preposition হিসেবেও ব্যবহৃত হয়। যেমনঃ The king went a hunting
Article বা পদাশ্রিত নির্দেশক
An এর ব্যবহারঃ
1 . কোন word এর প্রথমে যদি U থাকে এবং তার উচ্চারণ যদি ‘আ’ এর মত হয় তবে তার পূর্বে ‘An’ বসে। যেমনঃ An Umbrella 🏖️. An ugly bird. etc.
2. কোন word এর প্রথমে Vowel থাকলে তার পূর্বে An বসে। যেমনঃ An 👁️ eye , An egg, An ox ইত্যাদি।
3. কোন Letter উচ্চারণ করার সময় প্রথমে vowel এর মত উচ্চারণ হলে তার পূর্বে An বসে। যেমনঃ An M.A , An M.B.B.S একজন এম বি বি এস।
4. কোন Word এর প্রথমে যদি ‘H’ থাকে এবং তার উচ্চারণ যদি অ অথবা এ হয় তবে তার পূর্বে An বসে। যেমনঃ An honest man, An hour ইত্যাদি।
1 . কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বুঝাতে গেলে তার পূর্বে The বসে। যেমনঃ The boy , The man , The pen 🖊️, The girl ইত্যাদি।
2. জাতির পূর্বে The বসে । যেমনঃ The English, The Bangladeshi ইত্যাদি।
3. কোন পশু জাতি বা শ্রেণি বুঝাতে তার পূর্বে The বসে । যেমনঃ The cow 🐄, The cat 🐈 ইত্যাদি।
4. তারিখের পূর্বে The বসে । যেমনঃ The 5th July, The 1 st January ইত্যাদি।
5. নদী- সাগর ও মহাসাগরের নামের পূর্বে The বসে। যেমনঃ
The Padma, The Meghna The Red Sea , The Bay of Bengal ইত্যাদি।
6. ধর্ম গ্রন্থের নামের পূর্বে The বসে। যেমনঃ The Quran ইত্যাদি।
7. পৃথিবী চন্দ্র, সূর্য, দিক, আকাশ প্রভৃতি যেসব শব্দ দ্বারা কোন বস্তুকে বুঝায়, সেগুলোর পূর্বে The বসে।
যেমনঃ The Sun , The Moon ,The Sky The Earth , The East ইত্যাদি।
8. সংবাদপত্র, বিখ্যাত গ্রন্থ, জাহাজ, ট্রেন প্রভৃতির নামের পূর্বে The বসে। যেমনঃ
The Daily sangram, The Inter City, The Titanic ইত্যাদি।
9. পর্বত শ্রেণী ও দ্বীপপুঞ্জের নামের পূর্বে The বসে। যেমনঃ The Himalayas, The Andaman ইত্যাদি।
10. গুরুত্বপূর্ণ স্থানের নামের পূর্বে The বসে। যেমনঃ The Dhaka , The Punjab ইত্যাদি।
11. অবস্থা বা জাতি বুঝালে The বসে। যেমনঃ The rich , The poor ইত্যাদি। Superlative Degree এর Adjective এর পূর্বে The বসে। যেমনঃ Sahana is the best girl in the class.
12. ঋতুর নামের পূর্বে The বসে। যেমনঃ The Spring, The winter ইত্যাদি।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন Article বা পদাশ্রিত নির্দেশক সম্পর্কে।
আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন।
আর পোস্টটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে