Contractions বা সংকোচন কি? Contractions গঠন করার নিয়ম

Contractions বা সংকোচন কি? Contractions গঠন করার নিয়ম

সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম )

আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন

Contractions বা সংকোচন সম্পর্কে।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Linking Words সম্পর্কে।

ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।

Contractions বা সংকোচন কি?

Contractions এই শব্দটির অর্থ হচ্ছে সংকোচন। সাধারণত দুটি শব্দের মধ্য থেকে যেকোনো একটির কোন অংশ বাদ দিয়ে শব্দসমূহের যে নতুন ও সংক্ষিপ্ত রূপ তৈরি করা হয়, তাই Contractions বা সংকোচন।

Spoken বা কথ্য ইংরেজিতে ভাষা সহজ ও সাবলীল করার জন্যই Contractions ব্যবহার করা হয়।

সাধারণত অন্য শব্দ যেমন Pronoun, Noun,WH question word ইত্যাদির সাথে Auxiliary Verb বা Auxiliary Verb এর সাথে not বসিয়ে Contractions করা হয়। Not এর সংক্ষিপ্ত রূপ n’t .

Auxiliary Verb গুলো হল ।-

‘Be’ verb – am,is,are,was,were

Have ‘ Verb – have,has,had

‘Do’ verb – do,does, did

Modals – shall, will, should, would,may, might,can,could, must,ought,need ইত্যাদি।

আরো দেখুনঃ-

Linking Words কি? এবং এর ব্যবহার

Modals Verbs কি? উদাহরণসহ আলোচনা

Voice বা বাচ্য কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ

Comparison of Adverb বা ক্রিয়া বিশেষণের তুলনা

Degree of Adjectives – Degree কত প্রকার ও কি কি

Contractions গঠনঃ

১. সাধারণত Subject হিসেবে Pronoun এর সাথে Auxiliary Verb যোগ করে Contraction গঠন করা হয়। যেমনঃ

I + am = I’m , I + have = I’ve

We + are = we’re, We + have= we’ve

You + are = you’re. They+ have= they’ve.

প্রয়োগঃ

I’m eating rice – আমি ভাত খাচ্ছি।

She’s reading a book – সে বই পড়ছে।

You’re working hard – তুমি কঠোর পরিশ্রম করছ।

I’ve finished my work – আমি আমার কাজ শেষ করেছি।

2. WH question word এর সাথে auxiliary verb যোগ করে Contraction গঠন করা হয়। যেমনঃ

1. What + am = What’m

2. What+is/has = what’s

3. Where + is / has= where’s

4. Where + are = where’re

5. Where + have= where’ve

3. অন্যান্য Word এর সাথে auxiliary verb যোগ করে Contraction গঠন করা হয়। যেমনঃ

There’s (there+is) a high school in our village –

There’re (There+are ) five books on the table

4. Let এর সাথে us যুক্ত করে Contraction গঠন করা হয়। যেমনঃ

1. Let’s (let+us) go home.

2. Let’s go out for a walk.

3. Let’s be friends. ইত্যাদি।

Contractions বা সংকোচন কি?
Contractions বা সংকোচন কি?

5. সাধারণত Negative বা Interrogative Sentence গঠন করার জন্য Auxiliary verb এর সাথে not বসিয়ে Contractions গঠন করা হয়। যেমনঃ

is +not=isn’t. are+not= aren’t

was + not= wasn’t. were + not = weren’t

have+not=haven’t . has + not = hasn’t.

had + not= hadn’t. do + not= don’t.

does + not= doesn’t. did+ not= didn’t.

will+not= won’t. should+ not= shouldn’t ইত্যাদি।

প্রয়োগঃ

Negative Sentence গঠনঃ

I ain’t (am+not) happy at all.

I haven’t (have+not) done this.

He doesn’t ( does + not) go to school.

He isn’t ( is + not) my cousin at all .

Interrogative sentence গঠনঃ-

Ain’t (am+not) I a good boy?

Wasn’t ( was+not)he honest?

আশা করছি আপনারা বুঝতে পেরেছেন Contractions বা সংকোচন সম্পর্কে।

আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন।

পোস্টটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *