Comparison of Adverb বা ক্রিয়া বিশেষণের তুলনা

Comparison of Adverb বা ক্রিয়া বিশেষণের তুলনা।

সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম )

আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন Comparison of Adverb সম্পর্কে।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Comparison of Adjective সম্পর্কে।

ধারাবাহিকভাবে Grammar সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।

Adjective এর ন্যায় Adverb এর ও Degree of Comparison হয়।

যেসব Adverb এর শেষে ‘ly’ থাকে সেগুলোর আগে ‘more’ এবং ‘most’ অথবা ‘less’ ও ‘least’ বসিয়ে যথাক্রমে Comparative ও Superlative Degree করা হয়। যেমনঃ

PositiveComparative Superlative
Easily – সহজmore easily most easily
Quickly – দ্রুতmore quickly most quickly
Carefully – সাবধানেmore Carefully most carefully

যেসব Adverb এর শেষে ‘ly’ নেই এদের শেষে ‘er’ ও ‘est’ যোগ করে যথাক্রমে Comparative এবং Superlative করতে হয়। যেমনঃ

PositiveComparative Superlative
Fast – দ্রুতfaster – fastest –
Soon – শীঘ্রsooner – soonest –
Near – নিকটেnearer nearest

আরো পড়ুনঃ

Degree of Adjective – Degree কত প্রকার ও কি কি

Future Tense বা ভবিষ্যৎ কাল কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ

Past Tense বা অতীত কাল কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ

Comparison of Adverb বা ক্রিয়া বিশেষণের তুলনা
Comparison of Adverb

কতগুলো Adverb এর Degree of Comparison অনিয়মিতভাবে হয়। যেমনঃ

Positive Comparative Superlative
In – inner – inmost , innermost
Far – farther farthest
Out – Outer Outmost
Out – Outer outmost
Well – betterbest

( Degree of Comparison এর কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম )

Senior, junior, inferior, superior, preferable এগুলোর পর than না বসে to বসে। যেমনঃ

He is junior to me – সে আমার চেয়ে ছোট।

Suman is senior to Matin – সুমন মতিনের চেয়ে বড়।

The book is inferior to that – বইটি ঐটার চেয়ে নিকৃষ্ট।

Death is preferable to dishonour – মৃত্যু অসম্মানের চেয়ে উৎকৃষ্ট।

দুইজনের মধ্যে নির্বাচন বা Selection বুঝালে Comparative এর পূর্বে ‘ the’ এবং পরে ‘of’ বসে। যেমনঃ

Fazlu is the taller of the two – দুজনের মধ্যে ফজলু লম্বা।

Nazma is the more beautiful of the two sisters – দুই বোনের মধ্যে নাজমা অধিকতর সুন্দরী।

একটি বাক্যে একই noun কে qualify করার জন্য একাধিক Adjective ব্যবহৃত হলে তাদের প্রত্যেকেরই degree of Comparison হয়। যেমনঃ

Roni is more intelligent and taller than Goni – রনি গনির চেয়ে অধিকতর বুদ্ধিমান ও লম্বা।

You are the wisest and most beautiful of the three girls – তিনজন বালিকার মধ্যে তুমি সবচেয়ে বুদ্ধিমান এবং সুন্দরী।

Then এর পর Nominative Case এর Pronoun বসে। যেমনঃ

He is taller than I – সে আমার চেয়ে লম্বা।

Supreme – সর্বোচ্চ – সর্ববৃহ। false – মিথ্যা। Complete – সম্পূর্ণ। Unique – অদ্বিতীয়। Universal – বিশ্বজনীন,সর্বজনীন। প্রভৃতি word গুলো Superlative এর অর্থ প্রদান করে বলে এদের আগে most বসেনা। যেমনঃ

It is a unique opportunity – এটি একটি অনন্য সুযোগ ।

He has the supreme power – তার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে।

Many ব্যতীত অন্য কোন সংখ্যা বাচক Adjective এর Comparison হয়না। যেমনঃ

Five , six, eight, double, triple seventh, ninth ইত্যাদি।

( কতগুলো Positive, Comparative ও Superlative form এর ব্যবহার )

1 . Later, Latter

কোন নির্দিষ্ট সময় পরে বুঝাতে later এবং পরবর্তী জন বুঝাতে latter ব্যবহৃত হয়। যেমনঃ

Rahim came earlier but Karim came later – রহিম সকাল সকাল এসেছিল কিন্তু করিম বিলম্বে এসেছিল।

Rahim stayed but the latter went away – রহিম রয়ে গেল কিন্তু পরবর্তী জন চলে গেল।

2. Older , Elder , Oldest, eldest.

একই পরিবারভুক্ত ব্যক্তিদের বেলায় elder ও eldest ব্যবহৃত হয়। যেমনঃ

My elder brother is a student of class seven – আমার বড় ভাই সপ্তম শ্রেণীর একজন ছাত্র।

My eldest brother is an M.A – আমার সবচেয়ে বড় ভাই একজন এম.এ।

Older ও Oldest সাধারণ অর্থে ব্যবহৃত হয়। যেমনঃ

Karim is older then his cousin – করিম তার চাচাতো ভাইয়ের চেয়ে বয়সে বড়।

Mr. Aslam is the oldest person in the village – জনাব আসলাম গ্রামের মধ্যে সবচেয়ে বড়।

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *