Past Tense বা অতীত কাল কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ

Past Tense বা অতীত কাল কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ

সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম )

আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন Past Tense বা অতীত কাল সম্পর্কে।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Tense সম্পর্কে ধারাবাহিকভাবে Grammar সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন

Past Tense বা অতীত কাল কাকে বলে?

কোন কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এরূপ বুঝালে এর কালকে Past Tense বা অতীত কাল বলে। যেমনঃ

I went to school – আমি স্কুলে গিয়েছিলাম।

I was going to school – আমি স্কুলে যাচ্ছিলাম।

Past Tense প্রধানত চার প্রকার। যথাঃ-

1. Past Indefinite Tense – সাধারণ অতীতকাল ।

2. Past Continuous Tense – ঘটমান অতীতকাল।

3. Past Perfect Tense – পুরাঘটিত অতীত কাল।

4. Past perfect Continuous Tense – পুরা ঘটিত ঘটমান অতীতকাল।

Past Indefinite Tense বা সাধারণ অতীতকাল কাকে বলে?

কোন কাজ পূর্বে সংঘটিত হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, এরূপ বুঝালে এর কালকে Past Indefinite Tense বলে।

এরূপ Tense এর ক্ষেত্রে সাধারণত বাংলা ক্রিয়া পদের শেষে নাম লে, লেন, ল,নি নাই ইত্যাদি থাকে। যেমনঃ করেছিলাম= করেছি + লাম । করেছি+ লে = করেছিলে। করেছি+ল= করেছিল।

গঠন প্রণালীঃ Subject এর পর। Verb এর Past Tense এর রূপ হয়। যেমনঃ

I did – আমি করেছিলাম।

I went to market – আমি বাজারে গিয়েছিলাম।

Past Continuous Tense বা ঘটমান অতীতকাল কাকে বলে?

পূর্বে কোন কাজ কিছুক্ষণ ধরে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে, এর কালকে Past Continuous Tense বলে।

এরূপ Tense এ সাধারণত বাংলা ক্রিয়া পদের শেষে তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি থাকে।

গঠন প্রণালীঃ Subject এর পর Person বা Number অনুযায়ী was বা were বসে। তারপর মূল Verb এর শেষে ing যোগ হয়। অতঃপর Object বা অন্যান্য অংশ বসে।

মনে রাখার বিষয় হচ্ছেঃ কর্তা যদি first person singular ও third person singular হয় তাহলে Subject এর পর was বসে বাকি সব ক্ষেত্রে were বসে। যেমনঃ

I was reading – আমি পড়িতে ছিলাম/পড়ছিলাম।

You were reading – তুমি পড়িতে ছিলে/পড়ছিলে।

The girl was singing – মেয়েটি গান করছিল/করিতেছিল।

নোটঃ অতীত কালে দুটি কাজ একই সাথে চলছিল বুঝালে দু’টিরই Parts Continuous Tense হয়। যেমনঃ

I was reading a book while he was sleeping – তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন আমি বই পড়ছিলাম।

নোটঃ অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল বুঝালে যেটি চলছিল সেটির Past Continuous Tense এবং অনন্য টি Past Indefinite Tense হয়। যেমনঃ

When he come to me, I was reading a book – সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি একটি বই পড়ছিলাম।

Past Tense বা অতীত কাল কাকে বলে
Past Tense বা অতীত কাল

Past Perfect Tense বা পুরাঘটিত অতীত কাল কাকে বলে?

অতীতকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়েছিল, এরূপ বুঝালে এর কালকে Past Perfect Tense বলে।

গঠন প্রণালীঃ

যে কাজটি আগে হয় তার Past perfect অর্থাৎ মূল Verb এর Past Participle এবং এর পূর্বে had বসে। আর যে কাজটি পরে হয় তার Past Indefinite Tense হয়।

The patient had died before the doctor came – ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল।

The doctor came after the patient had died – রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল।

সাধারনত before এর পূর্বে বা after এর পরে Past perfect tense হয়।

Past Perfect Continuous Tense পুরা ঘটিত ঘটমান অতীতকাল কাকে বলে?

অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে, অথবা একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল বুঝালে এর কালকে Past Perfect Continuous Tense বলে।

গঠন প্রণালীঃ

যে কাজটি আগে হচ্ছিল তার Past Perfect Continuous Tense হয় Subject এর পর had been এবং মূল Verb এর সাথে ing যোগ হয়। যেটি পরে হয়েছিল তার Past Indefinite Tense হয়। যেমনঃ

He had been playing for an hour before you came –

Rahim had been doing sums for an hour – রহিম 1 ঘন্টা যাবত অংক করছিল।

আশা করছি আপনারা বুঝতে পেরেছেন গ্রামার Past Tense সম্পর্কে।

পোস্টটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করুন।

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *