Grammar Person বা পুরুষ কাকে বলে?
Grammar Person বা পুরুষ কত প্রকার ও কি কি
সম্মানিত পাঠক বৃন্দ ( আসসালামু আলাইকুম)
আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন Person বা পুরুষ সম্পর্কে।
এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে। Gender বা লিঙ্গ সম্পর্কে।
ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন।
Person বা পুরুষ কাকে বলে?
Sentence বা বাক্যের অন্তর্গত যেসব Noun বা Pronoun কে অবলম্বন করে কার্য সম্পন্ন হয়ে থাকে, তাদেরকে Person বা পুরুষ বলে।
যেমনঃ I, We, You, He, She, They ইত্যাদি।
Person তিন প্রকার। যথাঃ-
First Person – উত্তম পুরুষ ।
Second Person – দ্বিতীয় বা মধ্যম পুরুষ।
Third Person – তৃতীয় বা নাম পুরুষ।
First Person বা উত্তম পুরুষ কাকে বলে?
যে কথা বলে, সে First Person বা উত্তম পুরুষ।
যেমনঃ I, We, My, Me, Mine, Our ইত্যাদি।
Second Person বা মধ্যম পুরুষ কাকে বলে?
যাকে উদ্দেশ্য বা সম্বোধন করে কোন কিছু বলা হয়, সে Second Person বা দ্বিতীয় পুরুষ।
যেমনঃ You, Your, Yours ইত্যাদি।
Third Person বা নাম পুরুষ কাকে বলে?
যার সম্বন্ধে কোন কিছু বলা হয়, সে Third Person বা নাম পুরুষ।
যেমনঃ He, She, it, They, Cow, Water ইত্যাদি।

Pronoun এর Person উদাহরণঃ
Person | Singular | Plural |
First. | I- আমি, My – আমার, Mine – আমার, Me – আমাকে ইত্যাদি। | We- আমরা, Our – আমাদের, Ours – আমাদের, Us – আমাদের কে ইত্যাদি। |
Second. | You – আপনি, Thee – তুমি, Thou – তুমি , Your – তোমার ইত্যাদি। | You – তোমরা , Your – তোমাদের, Yours – তোমাদের ইত্যাদি। |
Third. | He – সে, She – সে, Him – তাকে, It – এটি, Her – তার ইত্যাদি। | They – তারা, Their – তাদের, Them – তাদেরকে, Theirs – তাদের ইত্যাদি। |
Note:
কেবল Noun ও Pronoun এর Person হয়। Noun এর Person সব সময়ই Third Person হয় । যেমনঃ Man – মানুষ, Book – বই, Pen – কলম, cow – গাভী, Hen – মুরগি, Water – পানি, School – বিদ্যালয় ইত্যাদি।
পর পর তিনটি Person ব্যবহার করতে, প্রথমে Second Person, তারপর Third Person এবং শেষে First Person বসাতে হয়।
যেমনঃ You , Kamal and I will go to there – তুমি, কামাল আর আমি সেখানে যাব ।
সুতরাং বুঝা গেল যে, যে কথা বলে সে First Person বা উত্তম পুরুষ। যাকে বলে সে Second Person বা মধ্যম পুরুষ। যার সম্বন্ধে বলে সে হলো Third Person বা নাম পুরুষ।
আশা করছি আপনারা জানতে পেরেছেন।
Grammar Person বা পুরুষ সম্পর্কে।
আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন। ( ধন্যবাদ সবাইকে)
আরো পড়ুনঃ
Forming Masculine to Feminine Gender – পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ গঠন।
Gender বা লিঙ্গ কাকে বলে? কত প্রকার ও কি কি
Forming Singular to Plural একবচন থেকে বহুবচন গঠন
Grammar Number বা বচন কাকে বলে? কত প্রকার ও কি কি
Prefix and Suffix – উপসর্গ ও প্রত্যয়