Forming singular to plural – একবচন থেকে বহুবচন গঠন

Forming singular to plural – একবচন থেকে বহুবচন গঠন করার নিয়ম।

( আসসালামু আলাইকুম ) আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন।

Forming singular to plural একবচন থেকে বহুবচন গঠন করার নিয়ম।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Number বা বচন সম্পর্কে। এই বিষয়ে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে।

ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন

Forming singular to plural
Forming singular to plural

( Forming singular to plural – একবচন থেকে বহুবচন গঠন)

দুই বা দুই এর অধিক শব্দ যোগে গঠিত Compound Noun এর Plural করতে হলে এর প্রধান অংশের সাথে ‘s’ যোগ করতে হয়। যেমনঃ

SingularPlural
Brother-in-low - শ্যালক Brothers-in-law – শ্যালকরা ।
Father-in-law – শশুরFathers-in-law – শশুরগণ।
Commander-in-chief -সেনা প্রধানCommanders-in-chief -সেনা প্রধানগণ।
Passer-by – পথিকPassers-by – পথিকেরা
Step-brother – সৎ ভাই Step- brothers – সৎ ভাইয়েরা ।

কিন্তু কতগুলো Compound Noun এর প্রত্যেকটি অংশকে Plural করতে হয়। যেমনঃ

Singular Plural
Lord-justice – প্রধান বিচারপতিLords-justices – প্রধান বিচারপতিগণ।
Man-servant- পুরুষ চাকর Men-servants- পুরুষ চাকররা।
Woman -servent- চাকরাণীWomen-servants- চাকরাণীরা ।

Title বা ডিগ্রী এর সংক্ষিপ্ত অক্ষরের শেষে এবং ‘letter’ অক্ষর ও ‘figure’ সংখ্যা শেষে Apostrophe (‘s ) যোগ করে Plural করতে হয় ।যেমনঃ

SingularPlural
B.A – B.A’s
M.A – M.A’s
tt’s
i i’s
fivefive’s

তবে বর্তমানে title, letter ও figure কে Plural করতে ‘s’ ব্যবহার করা হয়। Apostrophe (‘) ব্যবহার না করলেও চলে।

কতগুলো Noun এর singular থেকে plural করার কোন নিয়ম নেই।

SingularPlural
Agendum Agenda
Axis – Axes –
Analysis – Analyses
Basis – Bases –
Crisis – Crises –
Curriculum – Curricula –
Datum – Data –
Focus – Focuses –
Formula – Formulate –
Medium – Media –

আবার এই Noun গুলোর singular ও plural রূপ একই হয় । যেমনঃ

I saw ten sheep in the field – আমি মাঠে দশটি ভেড়া দেখেছিলাম।

He have me two hundred taka – সে আমাকে ২০০ টাকা দিয়েছিল।

Deer – হরিণ Sheep – ভেড়া ।
Paisa – পয়সা Taka – টাকা।
Dozen – ১ ডজন বা বারটি
hundred – শত thousand – হাজার।

নিচে Noun গুলো আকারে Singular, কিন্তু এগুলো plural এ ব্যবহৃত হয়। যেমনঃ

Many cattle are grazing in the field – অনেক গবাদি পশু মাঠে চরছে।

The police are watching the house 🏠 – পুলিশ বাড়িটি নজরদারি করছে।

Cattle – গরুর পাল/ গবাদি পশুgentry – ভদ্র সম্প্রদায়।
Folk – লোক clergy – যাজক সম্প্রদায়।
Nobility – ভদ্র সম্প্রদায়Public – জনসাধারণ।
Peasantry – কৃষক সম্প্রদায় Poultry – হাঁস মুরগি।
People – লোকজনPolice – পুলিশ সমষ্টি।

নিচের Noun গুলো শুধু Singular এ ব্যবহৃত হয়। যেমনঃ

I gave him all the information – আমি তাকে সকল তথ্য দিয়েছিলাম।

I like the poetry of Nazrul – আমি নজরুলের কবিতা পছন্দ করি।

Abuse -গালাগাল Farniture – আসবাবপত্র।
Alphabet – বর্ণমালাExpenditure – খরচ পাতি।
Information – তথ্যissue – সন্তান-সন্ততি।
Machinery – যন্ত্রপাতিscenery – দৃশ্য

নিচের Noun গুলো আকারে Plural কিন্তু এগুলো Singular এ ব্যবহৃত হয়। যেমনঃ

The news is bad – সংবাদটি মন্দ।

Mathematics is an interesting subject – গণিত একটি মজাদার বিষয়।

Gallows – ফাঁসিকাষ্ট News – সংবাদ।
Mathematics – অঙ্ক শাস্ত্র Politics – রাজনীতি।
Physics – পদার্থ বিদ্যাeconomics – অর্থনীতি।
Statistics – পরিসংখ্যানathletics – শরীর চর্চা ও খেলাধুলা।

নিচে Noun গুলো সর্বদা Plural হিসেবে ব্যবহৃত হয়। এগুলোর Singular হয় না।

Scissors – কাঁচিspectacles – চশমা।
alms – ভিক্ষাashes – ছাই ।
assets – সম্পত্তিvegetables – শাকসবজি।
odds – বাধা – বিপত্তিwages – বেতন।

কতগুলো Noun এর Singular এ দুটি অর্থ কিন্তু Plural এ একটি অর্থ হয়ে থাকে। যেমনঃ

SingularPlural
Abuse – অপব্যবহার/ তিরস্কারAbuses – অপব্যবহার সমূহ ।
Force – সৈন্য /শক্তিForces – সৈন্যদল।
Foot – পায়ে পাতা / পদাতিক সৈন্য Feet – পায়ের পাতা গুলো।
Horse – ঘোড়া/ অস্ত্র- আরোহী সৈন্য Horses – ঘোড়া সমূহ।
Issue – ফল /সন্তান-সন্ততিIssues – দলসমূহ।
Light – প্রদীপ /আলোLights – প্রদীপ সমূহ।
People – জাতি / লোক সকলPeoples – জাতি সকল।
Wood – কাঠ /বনWoods – বনগুলো।
Practice – অভ্যাস / ব্যবসায়।Practices – অভ্যাসগুলো।

Pronoun বা সর্বনাম এর Singular ও Plural উদাহরণঃ

Singular Plural
I – আমি We – আমরা।
His / Her – তার Them – তারা।
My – আমার Our – আমাদের।
This – এটি These – এগুলো।
Mine – আমার Ours – আমাদের।
That – ওঠা Those – এগুলো।
Me – আমাকেUs – আমাদেরকে।
Its – এরTheir – তাদের।
Your – তোমারYour – তোমাদের
He / She – সেThey – তারা।

আরো দেখুনঃ-

ইংলিশ গ্রামার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *