Number বা বচন কাকে বলে? কত প্রকার ও কি কি
( আসসালামু আলাইকুম )
এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন Number বা বচন কাকে বলে? কত প্রকার ও কি কি সে সম্পর্কে।
এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Prefix and Suffix সম্পর্কে।
ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন ।
Number বা বচন কাকে বলে?
এক বা একাধিক সংখ্যা বুঝাতে Noun অথবা Pronoun এর যে রূপ পরিবর্তন হয়, তাকে Number বা বচন বলে।
ইংরেজিতে Number বা বচন দুই প্রকার। যথাঃ-
1. Singular Number – এক বচন।
2. Plural Number – বহুবচন।
Number বা বচন কাকে বলে?
Singular Number কাকে বলে?
যে Noun বা Pronoun দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু, বা প্রাণী বুঝায়, তাকে Singular Number বলে। যেমনঃ
I have a cat – আমার একটি বিড়াল আছে। এখানে Cat শব্দ দ্বারা একটি মাত্র বিড়াল বুঝাচ্ছে।
He is a boy – সে একজন বালক। এখানে boy শব্দ দ্বারা একজন বালকের কথা বুঝাচ্ছে।
সুতরাং boy, cat এই শব্দ গুলো হল Singular Number ।
Plural Number কাকে বলে?
যে Noun বা Pronoun দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায়, তাকে Plural Number বলে। যেমনঃ
I have two cats – আমার দুটি বিড়াল 🐱 আছে। এখানে cats শব্দ দ্বারা দুটি বিড়াল বুঝাচ্ছে।
They are boys – তারা বালক। এখানে boys শব্দ দ্বারা একাধিক বালক বুঝাচ্ছে।
সুতরাং cats, boys এই শব্দগুলো Plural Number ।
মনে রাখার বিষয় হচ্ছেঃ
শুধু Common Noun ও Collective Noun এরই Number পরিবর্তন হয়। Proper Noun, Material Noun ও Abstract Noun এর Number পরিবর্তন হয় না।
Noun এর মত Pronoun এরও Number পরিবর্তন হয়। যেমনঃ I – we , This – these , It – they ইত্যাদি।
( Singular Number কে Plural Number করার নিয়ম )
1 . Singular Number এর শেষে ‘s’ যোগ করে Plural Number গঠন করতে হয়।
Singular Number | Plural Number |
Book – বই | Books – বইগুলো। |
Cow – গাভী | Cows – গাভীগুলো। |
Dog – কুকুর | Dogs – কুকুরগুলো। |
Boy – বালক | Boys – বালকগুলো। |
Girl – বালিকা | Girls – বালিকারা । |
2. Singular Noun এর শেষে s,sh,ch,( চ এর মত উচ্চারণ) x ও z থাকলে এদের শেষে ‘es’ যোগ করে Plural Number করতে হয়। যেমনঃ
Singular | Plural |
Bus – বাস | Buses – বাস সমূহ । |
Box – বাক্স | Boxes – বাক্সগুলো। |
Ass – গাধা | Asses – গাধা গুলো। |
Branch – শাখা | Branches – শাখা সমূহ। |
Bench – বেঞ্চ | Benches – বেঞ্চগুলো। |
আবার ‘ch’ এর উচ্চারণ ‘ক’ এর মত হলে Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ
Singular | Plural |
Monarch – সম্রাট | Monarchs – সম্রাটগণ । |
Stomach – পাকস্থলী | Stomach – পাকস্থলী সমূহ। |
Singular Noun এর শেষে ‘y’ থাকলে এবং ঐ ‘y’ এর পূর্বে Consonant থাকলে ‘y’ এর স্থলে ‘i’ হয় । তারপর ‘es’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ
Singular | Plural |
Baby – শিশু | babies – শিশুরা। |
Body – দেহ, শরীর | Bodies – দেহ সমূহ। |
Story – গল্প | Stories – গল্প সমূহ। |
Country – দেশ | Countries – দেশগুলো। |
Army – সৈন্য | Armies – সৈন্যরা। |
কিন্তু ‘y’ এর পূর্বে Vowel থাকলে ‘y’ এর কোন পরিবর্তন হয় না। শুধু ‘s’ যোগ করে Plural গঠন করতে হয়। যেমনঃ
Singular | Plural |
Toy – খেলনা | Toys – খেলনা সমূহ। |
Boy – বালক | Boys – বালকরা । |
Key – চাবি | Keys – চাবিগুলো। |
Monkey – বানর | Monkeys – বানরগুলো। |
Day – দিন | Days – দিনসমূহ। |
Singular Noun এর শেষে ‘f’ বা ‘fe’ থাকলে Plural করার সময় ‘f’ বা ‘fe’ এর স্থলে ‘v’ বসিয়ে তারপর ‘es’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ
Singular | Plural |
Calf – বাছুর | Calves – বাছুরগুলো |
Knife – ছুরি | Knives – ছুরি গুলো। |
Thief – চোর | Thieves – চোরগুলো। |
Wife – স্ত্রী | Wives – স্ত্রীগণ। |
Half – অর্ধেক | Halves – সম্পূর্ণ। |
কিন্তু Singular Noun এর শেষে ‘oof’ ‘ef’ ‘iff’ ইত্যাদি থাকে, তাহলে Plural করার সময় শুধু ‘s’ যোগ করতে হয় ।
Singular | Plural |
Roof – ছাদ | Roofs – ছাদ সমূহ। |
Proof – প্রমাণ | Proofs – প্রমাণ গুলো। |
Chief – প্রধান | Chiefs – প্রধানগণ। |
Cliff – চূড়া | Cliffs – চূড়া সমূহ। |
Singular Noun এর শেষে ‘O’ থাকলে এবং ‘ O’ এর পূর্বে Consonant থাকলে ‘es’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ
Singular | Plural |
Buffalo – মহিষ | Buffaloes – মহিষগুলো । |
Cargo – মালবাহী জাহাজ | Cargoes – মালবাহী জাহাজগুলো। |
Potato – গোল আলু | Potatoes – গোল আলুগুলো। |
Mango – আম | Mangoes – আমগুলো। |
Hero – বীর | Heroes – বীরেরা। |
কিন্তু “O” এর পূর্বে Vowel থাকলে শুধু “s” যোগ করে Plural করতে হয়।
Singular | Plural |
Bamboo – বাঁশ | Bamboos – বাঁশ গুলো। |
Cuckoo – কোকিল | Cuckoos – কোকিল গুলো। |
Studio – স্টুডিও | Studios – স্টুডিও সমূহ । |
কিছু কিছু Noun এর শেষে ‘O’ থাকলে এবং ‘O’ এর পূর্বে Consonant থাকা সত্বেও শুধু “s” যোগ করে Plural করা হয়। যেমনঃ
Singular | Plural |
Photo – ফটো | Photos – ফটোগুলো। |
Piano – বাদ্যযন্ত্র | Pianos – বাদ্যযন্ত্র সমূহ। |
Radio – রেডিও | Radios – রেডিওগুলো। |
Canto – কাব্যের স্বর্গ | Cantos – কাব্যের স্বর্গ সমূহ। |
কিছু কিছু Noun এর শেষে “s” বা “es” এর যে কোন একটি যোগ করে Plural করা যায়। যেমনঃ
Singular | Plural |
Mosquito – মশা | Mosquitos /Mosquitoes – মশাগুলো। |
Portico – বারান্দা | Porticos / Porticoes – বারান্দা গুলো। |
Calico – সাদা সুতার কাপড় | Calicos / Calicoes – সাদা সুতার কাপড় গুলো। |
কত গুলো Noun এর শুধু মাঝের Vowel পরিবর্তন করে Plural করতে হয়। যেমনঃ
Singular | Plural |
Man – মানুষ | Men – মানুষগণ। |
Woman – মহিলা | Women – মহিলাগণ। |
Foot – পা | Feet – পাগুলো। |
Goose – রাজহাঁস | Geese – রাজহাঁস গুলো। |
Mouse – ইঁদুর | Mice – ইঁদুরগুলো। |
Louse – উকুন | Lice – উকুন গুলো। |
Tooth – দাঁত | Teeth – দাঁতগুলো। |
কতগুলো Noun এর শেষে ‘en’ ‘ren’ ne, যোগ করে Plural করতে হয়। যেমনঃ
Singular | Plural |
Ox – ষাড় | Oxen – ষাড়গুলো । |
Child – শিশু | Children – শিশুরা। |
Compound Noun এর শেষে ‘man’ হলে এবং তা মানুষ অর্থে ব্যবহৃত হলে man এর পরিবর্তে ‘men’ ব্যবহার করে Plural করতে হয়।
Singular | Plural |
Boatman – মাঝি | Boatmen – মাঝিরা। |
Fisherman – জেলে | Fishermen – জেলেরা। |
Workman – কাজের লোক | Workmen – কাজের লোকেরা। |
Milkman – গোয়ালা | Milkmen – গোয়ালারা। |
Salesman – বিক্রেতা | Salesmen – বিক্রেতাগণ। |
কিন্তু ‘man’এর অর্থ মানুষ না হয়ে কেবল শব্দের অংশ হলে অথবা জাতি বা নাগরিক বুঝালে ‘man’ এর সঙ্গে ‘s’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ
Singular | Plural |
German – জার্মানের অধিবাসী | Germans – জার্মানের অধিবাসীরা। |
Norman – নর্মানের অধিবাসী | Normans – নর্মানের অধিবাসীরা। |
Compound word এর শেষে “ful” থাকলে এর শেষে “s” যোগ করে Plural করতে হয়। যেমনঃ
Singular | Plural |
Handful – একমুঠো | Handfuls – এক মুঠোর বেশি। |
Mouthful – এক গাল | Mouthfuls – এক গালের বেশি। |
Spoonful – এক চামচ | Spoonfuls – এক চামচের বেশি। |
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।
যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন ( ধন্যবাদ সবাইকে)
আপনার প্রয়োজনীয় গ্রামার বিষয় এখানে দেখুন।
About Author