Grammar Number বা বচন কাকে বলে? কত প্রকার ও কি কি

Number বা বচন কাকে বলে? কত প্রকার ও কি কি

( আসসালামু আলাইকুম )

এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন Number বা বচন কাকে বলে? কত প্রকার ও কি কি সে সম্পর্কে।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Prefix and Suffix সম্পর্কে।

ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য আগের পোস্ট দেখুন

Number বা বচন কাকে বলে?

এক বা একাধিক সংখ্যা বুঝাতে Noun অথবা Pronoun এর যে রূপ পরিবর্তন হয়, তাকে Number বা বচন বলে।

ইংরেজিতে Number বা বচন দুই প্রকার। যথাঃ-

1. Singular Number – এক বচন।

2. Plural Number – বহুবচন।

Number বা বচন কাকে বলে?
Number বা বচন কাকে বলে?

Singular Number কাকে বলে?

যে Noun বা Pronoun দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু, বা প্রাণী বুঝায়, তাকে Singular Number বলে। যেমনঃ

I have a cat – আমার একটি বিড়াল আছে। এখানে Cat শব্দ দ্বারা একটি মাত্র বিড়াল বুঝাচ্ছে।

He is a boy – সে একজন বালক। এখানে boy শব্দ দ্বারা একজন বালকের কথা বুঝাচ্ছে।

সুতরাং boy, cat এই শব্দ গুলো হল Singular Number ।

Plural Number কাকে বলে?

যে Noun বা Pronoun দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায়, তাকে Plural Number বলে। যেমনঃ

I have two cats – আমার দুটি বিড়াল 🐱 আছে। এখানে cats শব্দ দ্বারা দুটি বিড়াল বুঝাচ্ছে।

They are boys – তারা বালক। এখানে boys শব্দ দ্বারা একাধিক বালক বুঝাচ্ছে।

সুতরাং cats, boys এই শব্দগুলো Plural Number ।

মনে রাখার বিষয় হচ্ছেঃ

শুধু Common Noun ও Collective Noun এরই Number পরিবর্তন হয়। Proper Noun, Material Noun ও Abstract Noun এর Number পরিবর্তন হয় না।

Noun এর মত Pronoun এরও Number পরিবর্তন হয়। যেমনঃ I – we , This – these , It – they ইত্যাদি।

( Singular Number কে Plural Number করার নিয়ম )

1 . Singular Number এর শেষে ‘s’ যোগ করে Plural Number গঠন করতে হয়।

Singular NumberPlural Number
Book – বইBooks – বইগুলো।
Cow – গাভী Cows – গাভীগুলো।
Dog – কুকুর Dogs – কুকুরগুলো।
Boy – বালক Boys – বালকগুলো।
Girl – বালিকা Girls – বালিকারা ।

2. Singular Noun এর শেষে s,sh,ch,( চ এর মত উচ্চারণ) x ও z থাকলে এদের শেষে ‘es’ যোগ করে Plural Number করতে হয়। যেমনঃ

Singular Plural
Bus – বাস Buses – বাস সমূহ ।
Box – বাক্সBoxes – বাক্সগুলো।
Ass – গাধাAsses – গাধা গুলো।
Branch – শাখাBranches – শাখা সমূহ।
Bench – বেঞ্চBenches – বেঞ্চগুলো।

আবার ‘ch’ এর উচ্চারণ ‘ক’ এর মত হলে Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ

SingularPlural
Monarch – সম্রাটMonarchs – সম্রাটগণ ।
Stomach – পাকস্থলীStomach – পাকস্থলী সমূহ।

Singular Noun এর শেষে ‘y’ থাকলে এবং ঐ ‘y’ এর পূর্বে Consonant থাকলে ‘y’ এর স্থলে ‘i’ হয় । তারপর ‘es’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ

SingularPlural
Baby – শিশুbabies – শিশুরা।
Body – দেহ, শরীরBodies – দেহ সমূহ।
Story – গল্পStories – গল্প সমূহ।
Country – দেশCountries – দেশগুলো।
Army – সৈন্যArmies – সৈন্যরা।

কিন্তু ‘y’ এর পূর্বে Vowel থাকলে ‘y’ এর কোন পরিবর্তন হয় না। শুধু ‘s’ যোগ করে Plural গঠন করতে হয়। যেমনঃ

SingularPlural
Toy – খেলনাToys – খেলনা সমূহ।
Boy – বালকBoys – বালকরা ।
Key – চাবিKeys – চাবিগুলো।
Monkey – বানরMonkeys – বানরগুলো।
Day – দিনDays – দিনসমূহ।

Singular Noun এর শেষে ‘f’ বা ‘fe’ থাকলে Plural করার সময় ‘f’ বা ‘fe’ এর স্থলে ‘v’ বসিয়ে তারপর ‘es’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ

SingularPlural
Calf – বাছুরCalves – বাছুরগুলো
Knife – ছুরি Knives – ছুরি গুলো।
Thief – চোর Thieves – চোরগুলো।
Wife – স্ত্রী Wives – স্ত্রীগণ।
Half – অর্ধেকHalves – সম্পূর্ণ।

কিন্তু Singular Noun এর শেষে ‘oof’ ‘ef’ ‘iff’ ইত্যাদি থাকে, তাহলে Plural করার সময় শুধু ‘s’ যোগ করতে হয় ।

Singular Plural
Roof – ছাদ Roofs – ছাদ সমূহ।
Proof – প্রমাণProofs – প্রমাণ গুলো।
Chief – প্রধানChiefs – প্রধানগণ।
Cliff – চূড়া Cliffs – চূড়া সমূহ।

Singular Noun এর শেষে ‘O’ থাকলে এবং ‘ O’ এর পূর্বে Consonant থাকলে ‘es’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ

SingularPlural
Buffalo – মহিষ Buffaloes – মহিষগুলো ।
Cargo – মালবাহী জাহাজ Cargoes – মালবাহী জাহাজগুলো।
Potato – গোল আলু Potatoes – গোল আলুগুলো।
Mango – আম Mangoes – আমগুলো।
Hero – বীরHeroes – বীরেরা।

কিন্তু “O” এর পূর্বে Vowel থাকলে শুধু “s” যোগ করে Plural করতে হয়।

SingularPlural
Bamboo – বাঁশBamboos – বাঁশ গুলো।
Cuckoo – কোকিল Cuckoos – কোকিল গুলো।
Studio – স্টুডিও Studios – স্টুডিও সমূহ ।

কিছু কিছু Noun এর শেষে ‘O’ থাকলে এবং ‘O’ এর পূর্বে Consonant থাকা সত্বেও শুধু “s” যোগ করে Plural করা হয়। যেমনঃ

Singular Plural
Photo – ফটোPhotos – ফটোগুলো।
Piano – বাদ্যযন্ত্রPianos – বাদ্যযন্ত্র সমূহ।
Radio – রেডিওRadios – রেডিওগুলো।
Canto – কাব্যের স্বর্গCantos – কাব্যের স্বর্গ সমূহ।

কিছু কিছু Noun এর শেষে “s” বা “es” এর যে কোন একটি যোগ করে Plural করা যায়। যেমনঃ

SingularPlural
Mosquito – মশাMosquitos /Mosquitoes – মশাগুলো।
Portico – বারান্দাPorticos / Porticoes – বারান্দা গুলো।
Calico – সাদা সুতার কাপড়Calicos / Calicoes – সাদা সুতার কাপড় গুলো।

কত গুলো Noun এর শুধু মাঝের Vowel পরিবর্তন করে Plural করতে হয়। যেমনঃ

SingularPlural
Man – মানুষ Men – মানুষগণ।
Woman – মহিলাWomen – মহিলাগণ।
Foot – পাFeet – পাগুলো।
Goose – রাজহাঁসGeese – রাজহাঁস গুলো।
Mouse – ইঁদুরMice – ইঁদুরগুলো।
Louse – উকুনLice – উকুন গুলো।
Tooth – দাঁতTeeth – দাঁতগুলো।

কতগুলো Noun এর শেষে ‘en’ ‘ren’ ne, যোগ করে Plural করতে হয়। যেমনঃ

Singular Plural
Ox – ষাড়Oxen – ষাড়গুলো ।
Child – শিশু Children – শিশুরা।

Compound Noun এর শেষে ‘man’ হলে এবং তা মানুষ অর্থে ব্যবহৃত হলে man এর পরিবর্তে ‘men’ ব্যবহার করে Plural করতে হয়।

SingularPlural
Boatman – মাঝি Boatmen – মাঝিরা।
Fisherman – জেলেFishermen – জেলেরা।
Workman – কাজের লোকWorkmen – কাজের লোকেরা।
Milkman – গোয়ালাMilkmen – গোয়ালারা।
Salesman – বিক্রেতাSalesmen – বিক্রেতাগণ।

কিন্তু ‘man’এর অর্থ মানুষ না হয়ে কেবল শব্দের অংশ হলে অথবা জাতি বা নাগরিক বুঝালে ‘man’ এর সঙ্গে ‘s’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ

SingularPlural
German – জার্মানের অধিবাসীGermans – জার্মানের অধিবাসীরা।
Norman – নর্মানের অধিবাসীNormans – নর্মানের অধিবাসীরা।

Compound word এর শেষে “ful” থাকলে এর শেষে “s” যোগ করে Plural করতে হয়। যেমনঃ

SingularPlural
Handful – একমুঠোHandfuls – এক মুঠোর বেশি।
Mouthful – এক গালMouthfuls – এক গালের বেশি।
Spoonful – এক চামচSpoonfuls – এক চামচের বেশি।

( Forming singular to plural – এক বচন থেকে বহুবচন গঠন করার নিয়ম সম্পর্কে আরো পড়তে এখানে ক্লিক করুন।)

আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।

যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন ( ধন্যবাদ সবাইকে)

আপনার প্রয়োজনীয় গ্রামার বিষয় এখানে দেখুন

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *