Prefix and suffix উপসর্গ ও প্রত্যয় সম্পর্কে বিস্তারিত আলোচনা।
প্রিয় পাঠক বৃন্দ ( আসসালামু আলাইকুম)
আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন,
Prefix and Suffix
Prefix and suffix সম্পর্কে।
আগের পোস্ট দেখুন ।
Prefix and suffix কাকে বলে?
ইংরেজিতে ৮ প্রকার Parts of Speech এর মধ্যে, Noun, Adjective, Verb ও Adverb এই চারটি base word বা মূল শব্দের আগে বা পরে বিভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়ে থাকে।
বর্ণ বা বর্ণ সমষ্টি আগে যুক্ত হলে, তাকে বলে Prefix বা উপসর্গ। এবং পরে যুক্ত হলে তাকে Suffix বা প্রত্যয় বলে।
যেমনঃ
Prefix বা উপসর্গ উদাহরণঃ
be, dis, en, il, in, im, ir, pre, un, wel ইত্যাদি Prefix হিসেবে ব্যবহৃত হয়।
Honest – সৎ ( dis + honest= dishonest – অসৎ ।
Use – ব্যবহার ( mis + use = misuse – অপব্যবহার।
Able – সক্ষম ( un + able = unable – অক্ষম।
Legal – বৈধ ( il + legal= illegal – অবৈধ।
Suffix বা প্রত্যয় উদাহরণঃ
able, ible, al, ance, ee,er,ful,by,iam,ic,ing,ish,less,ly,ment,ness,ous,s,es,ship,sion,tion,ion,y,ye,dom ইত্যাদি Suffix হিসেবে ব্যবহৃত হয়।
Faith – বিশ্বাস ( faith+ful = faithful – বিশ্বস্ত।
Aim – লক্ষ ( aim+less= aimless – লক্ষহীন।
Free – স্বাধীন ( free+ dom = freedom – স্বাধীনতা। ইত্যাদি।
( Prefix and Suffix যোগ করে কিছু গুরুত্বপূর্ণ শব্দ গঠন )
“dis” prefix যোগ করে শব্দ গঠনঃ
Base word New word connect – সংযুক্ত করা disconnect – বিচ্ছিন্ন করা। continuous – চলমান discontinuous – বিচ্ছিন্ন। obedient – বাধ্য disobedient – অবাধ্য। satisfied – সন্তুষ্ট dissatisfied – অসন্তুষ্ট। continue – চালিয়ে যাও discontinue – থেমে যাওয়া। ease – আরাম disease – ব্যাধি । courage – সাহস discourage – নিরুৎসাহ করা। honest – সৎ dishonest – অসাধু । pleased – সন্তুষ্ট displeased – অসন্তুষ্ট। trust – বিশ্বাস distrust – অবিশ্বাস, সন্দেহ।
“en’ Prefix যোগ করে শব্দ গঠন।
Base word New word able – সক্ষম enable – সক্ষম করা। act – বিধি ,আইন enact – বিধিবদ্ধ করা, আইন পাস করা। close – নিকটে enclose – আবদ্ধ করা। courage – সাহস encourage – সাহস দেওয়া। danger – বিপদ endanger – বিপন্ন করা। trust – বিশ্বাস entrust – বিশ্বাস স্থাপন করা। joy – আনন্দ enjoy – উপভোগ করা। lighten – আলোকিত করা enlighten – জ্ঞান দান করা। list – তালিকা enlist – তালিকাভুক্ত করা। noble – সম্ভ্রান্ত ennoble – মর্যাদা সম্পন্ন করা।
‘il’ prefix যোগ করে শব্দ গঠন।
Base word New word legal – বৈধ illegal – অবৈধ। literate – শিক্ষিত illiterate – অশিক্ষিত। liberal – উদার illiberal – অনুদার।
‘im’ prefix যোগ করে শব্দ গঠন।
Base word New word balance – ভারসাম্য imbalance – ভারসাম্যহীনতা। moral – নৈতিক immoral – অনৈতিক। mortal – মরণশীল immortal – অমর। movable – চলমান immovable – অচল। pure – বিশুদ্ধ impure – দূষিত। patience – ধৈর্য impatience – অধৈর্য। perfect – সম্পূর্ণ imperfect – অসম্পূর্ণ। personal – ব্যক্তিগত impersonal – অব্যক্তিক । possible – সম্ভব impossible – অসম্ভব। proper – উপযুক্ত improper – অনুপযুক্ত।
‘in’ prefix যোগ করে শব্দ গঠন।
Base word New word ability – ক্ষমতা inability – অক্ষমতা। active – সক্রিয় inactive – নিষ্ক্রিয়। appropriate – উপযুক্ত inappropriate – অনুপযুক্ত। attentive – মনোযোগী inattentive – অমনোযোগী। born – জন্ম inborn – জন্মগত। capable – সক্ষম incapable – অক্ষম। attention – মনোযোগ inattention – অমনোযোগ। decent – সুন্দর indecent – অসুন্দর। famous – বিখ্যাত infamous – অখ্যাত difference – পার্থক্য indifference – উদাসীনতা।
“un” Prefix যোগ করে শব্দ গঠন।
Base word New word ability – সক্ষমতা unability – অক্ষমতা। able – সমর্থ unable – অসমর্থ। acceptable – গ্রহণযোগ্য unacceptable – অগ্রাহ্য। approved – অনুমোদিত unapproved – অন অনুমোদিত। believable – বিশ্বাস্য unbelievable – অবিশ্বাস্য। broken – ভাঙ্গা unbroken – অভগ্ন ।certain – নিশ্চিত uncertain – অনিশ্চিত civil – ভদ্র uncivil – অভদ্র। clean – পরিষ্কার unclean – পরিষ্কার common – সাধারণ uncommon – অসাধারণ।
Suffix যোগ করে শব্দ গঠন
“ment” Suffix যোগ করে শব্দ গঠন
Base word New word achieve – অর্জন করা achievement – কৃতিত্ব। agree – রাজি হওয়া, সম্মত হওয়া। agreement – চুক্তি। adjust – সুবিন্যস্ত করা adjustment – সমন্বয় সাধন। announce – ঘোষণা করা announcement – ঘোষণা। arrange – সাজানো arrangement – আয়োজন। amuse – আনন্দ দেওয়া amusement – আনন্দ। better – অধিকতর ভালো করা betterment – উন্নতি। commit – অঙ্গীকার করা commitment – সন্তোষ। develop – উন্নয়ন করা development – উন্নয়ন। employ – নিয়োগ করা employment – চাকরি।
“tion” Suffix যোগ করে শব্দ গঠন
এক্ষেত্রে শব্দের শেষে ‘te’ থাকলে তা উঠে যায় এবং শেষে “tion” Suffix যোগ হয়।
Base word New word associate – একত্রিত association – সংঘ। calculate – গণনা করা calculation – গণনা। congratulate – অভিনন্দন জানানো congratulation – অভিনন্দন। co – operate – সহযোগিতা করা co – operation – সহযোগিতা। cultivate – চাষ করা cultivation – চাষাবাদ। confirm – নিশ্চিত করা confirmation – নিশ্চিত করণ। educate – শিক্ষা দেওয়া education – শিক্ষা। dictate – নির্দেশ করা dictation – নির্দেশনা। eliminate – বর্জন করা elimination – বর্জন। investigate – অনুসন্ধান করা investigation – অনুসন্ধান।
About Author