Prefix and Suffix – উপসর্গ ও প্রত্যয়

Prefix and suffix উপসর্গ ও প্রত্যয় সম্পর্কে বিস্তারিত আলোচনা।

প্রিয় পাঠক বৃন্দ ( আসসালামু আলাইকুম)

আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন,

Prefix and Suffix উপসর্গ ও প্রত্যয়
Prefix and Suffix

Prefix and suffix সম্পর্কে।

আগের পোস্ট দেখুন

Prefix and suffix কাকে বলে?

ইংরেজিতে ৮ প্রকার Parts of Speech এর মধ্যে, Noun, Adjective, Verb ও Adverb এই চারটি base word বা মূল শব্দের আগে বা পরে বিভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়ে থাকে।

বর্ণ বা বর্ণ সমষ্টি আগে যুক্ত হলে, তাকে বলে Prefix বা উপসর্গ। এবং পরে যুক্ত হলে তাকে Suffix বা প্রত্যয় বলে।

যেমনঃ

Prefix বা উপসর্গ উদাহরণঃ

be, dis, en, il, in, im, ir, pre, un, wel ইত্যাদি Prefix হিসেবে ব্যবহৃত হয়।

Honest – সৎ ( dis + honest= dishonest – অসৎ ।

Use – ব্যবহার ( mis + use = misuse – অপব্যবহার।

Able – সক্ষম ( un + able = unable – অক্ষম।

Legal – বৈধ ( il + legal= illegal – অবৈধ।

Suffix বা প্রত্যয় উদাহরণঃ

able, ible, al, ance, ee,er,ful,by,iam,ic,ing,ish,less,ly,ment,ness,ous,s,es,ship,sion,tion,ion,y,ye,dom ইত্যাদি Suffix হিসেবে ব্যবহৃত হয়।

Faith – বিশ্বাস ( faith+ful = faithful – বিশ্বস্ত।

Aim – লক্ষ ( aim+less= aimless – লক্ষহীন।

Free – স্বাধীন ( free+ dom = freedom – স্বাধীনতা। ইত্যাদি।

( Prefix and Suffix যোগ করে কিছু গুরুত্বপূর্ণ শব্দ গঠন )

“dis” prefix যোগ করে শব্দ গঠনঃ

Base wordNew word
connect – সংযুক্ত করাdisconnect – বিচ্ছিন্ন করা।
continuous – চলমানdiscontinuous – বিচ্ছিন্ন।
obedient – বাধ্যdisobedient – অবাধ্য।
satisfied – সন্তুষ্টdissatisfied – অসন্তুষ্ট।
continue – চালিয়ে যাওdiscontinue – থেমে যাওয়া।
ease – আরামdisease – ব্যাধি ।
courage – সাহসdiscourage – নিরুৎসাহ করা।
honest – সৎdishonest – অসাধু ।
pleased – সন্তুষ্টdispleased – অসন্তুষ্ট।
trust – বিশ্বাসdistrust – অবিশ্বাস, সন্দেহ।

“en’ Prefix যোগ করে শব্দ গঠন।

Base word New word
able – সক্ষমenable – সক্ষম করা।
act – বিধি ,আইন enact – বিধিবদ্ধ করা, আইন পাস করা।
close – নিকটেenclose – আবদ্ধ করা।
courage – সাহসencourage – সাহস দেওয়া।
danger – বিপদendanger – বিপন্ন করা।
trust – বিশ্বাসentrust – বিশ্বাস স্থাপন করা।
joy – আনন্দenjoy – উপভোগ করা।
lighten – আলোকিত করাenlighten – জ্ঞান দান করা।
list – তালিকা enlist – তালিকাভুক্ত করা।
noble – সম্ভ্রান্তennoble – মর্যাদা সম্পন্ন করা।

‘il’ prefix যোগ করে শব্দ গঠন।

Base wordNew word
legal – বৈধillegal – অবৈধ।
literate – শিক্ষিতilliterate – অশিক্ষিত।
liberal – উদারilliberal – অনুদার।

‘im’ prefix যোগ করে শব্দ গঠন।

Base wordNew word
balance – ভারসাম্যimbalance – ভারসাম্যহীনতা।
moral – নৈতিকimmoral – অনৈতিক।
mortal – মরণশীলimmortal – অমর।
movable – চলমানimmovable – অচল।
pure – বিশুদ্ধimpure – দূষিত।
patience – ধৈর্যimpatience – অধৈর্য।
perfect – সম্পূর্ণimperfect – অসম্পূর্ণ।
personal – ব্যক্তিগতimpersonal – অব্যক্তিক ।
possible – সম্ভবimpossible – অসম্ভব।
proper – উপযুক্তimproper – অনুপযুক্ত।

‘in’ prefix যোগ করে শব্দ গঠন।

Base word New word
ability – ক্ষমতাinability – অক্ষমতা।
active – সক্রিয় inactive – নিষ্ক্রিয়।
appropriate – উপযুক্তinappropriate – অনুপযুক্ত।
attentive – মনোযোগীinattentive – অমনোযোগী।
born – জন্মinborn – জন্মগত।
capable – সক্ষমincapable – অক্ষম।
attention – মনোযোগinattention – অমনোযোগ।
decent – সুন্দরindecent – অসুন্দর।
famous – বিখ্যাতinfamous – অখ্যাত
difference – পার্থক্যindifference – উদাসীনতা।

“un” Prefix যোগ করে শব্দ গঠন।

Base wordNew word
ability – সক্ষমতা unability – অক্ষমতা।
able – সমর্থunable – অসমর্থ।
acceptable – গ্রহণযোগ্যunacceptable – অগ্রাহ্য।
approved – অনুমোদিতunapproved – অন অনুমোদিত।
believable – বিশ্বাস্য unbelievable – অবিশ্বাস্য।
broken – ভাঙ্গাunbroken – অভগ্ন
certain – নিশ্চিতuncertain – অনিশ্চিত
civil – ভদ্রuncivil – অভদ্র।
clean – পরিষ্কারunclean – পরিষ্কার
common – সাধারণuncommon – অসাধারণ।

Suffix যোগ করে শব্দ গঠন

“ment” Suffix যোগ করে শব্দ গঠন

Base word New word
achieve – অর্জন করাachievement – কৃতিত্ব।
agree – রাজি হওয়া, সম্মত হওয়া।agreement – চুক্তি।
adjust – সুবিন্যস্ত করাadjustment – সমন্বয় সাধন।
announce – ঘোষণা করাannouncement – ঘোষণা।
arrange – সাজানোarrangement – আয়োজন।
amuse – আনন্দ দেওয়াamusement – আনন্দ।
better – অধিকতর ভালো করাbetterment – উন্নতি।
commit – অঙ্গীকার করাcommitment – সন্তোষ।
develop – উন্নয়ন করা development – উন্নয়ন।
employ – নিয়োগ করাemployment – চাকরি।

“tion” Suffix যোগ করে শব্দ গঠন

এক্ষেত্রে শব্দের শেষে ‘te’ থাকলে তা উঠে যায় এবং শেষে “tion” Suffix যোগ হয়।

Base wordNew word
associate – একত্রিতassociation – সংঘ।
calculate – গণনা করাcalculation – গণনা।
congratulate – অভিনন্দন জানানোcongratulation – অভিনন্দন।
co – operate – সহযোগিতা করাco – operation – সহযোগিতা।
cultivate – চাষ করাcultivation – চাষাবাদ।
confirm – নিশ্চিত করাconfirmation – নিশ্চিত করণ।
educate – শিক্ষা দেওয়াeducation – শিক্ষা।
dictate – নির্দেশ করা dictation – নির্দেশনা।
eliminate – বর্জন করাelimination – বর্জন।
investigate – অনুসন্ধান করাinvestigation – অনুসন্ধান।

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *