Preposition বা সম্বন্ধ সূচক অব্যয় কাকে বলে? কত প্রকার ও কি কি

Grammar Preposition বা সম্বন্ধ সূচক অব্যয় কাকে বলে? কত প্রকার ও কি কি

( আসসালামু আলাইকুম ) সম্মানিত দর্শকবৃন্দ সবাই কেমন আছেন।

আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

আপনারা এই পোস্ট থেকে জানতে পারবেন Grammar Preposition বা সম্বন্ধ সূচক অব্যয় সম্পর্কে।

Grammar Preposition একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য।

আশা করছি আপনারা এই পোস্ট থেকে কিছু জানতে পারবেন ও কিছু শিখতে পারবেন।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Adverb সম্পর্কে।

ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য Adverb Post দেখুন ।

Preposition বা সম্বন্ধ সূচক অব্যয় কাকে বলে?

Pre অর্থ – পূর্বে, Position অর্থ – অবস্থান।

Pre + position = পূর্বে অবস্থান।

যে Word কোন Noun বা Pronoun এর পূর্বে বসে Sentence এর অন্য কোন Word এর সাথে সেই Noun বা Pronoun এর সম্পর্ক বুঝায়, তাকে Preposition বা সম্বন্ধ সূচক অব্যয় বলে।

যেমনঃ

The players are in the field – খেলোয়াররা মাঠে আছে। এখানে in শব্দটি Players ও field এই দুটি শব্দকে সংযুক্ত করেছে।

The book is on the table – বইটি টেবিলের উপর। এখানে on শব্দ দ্বারা বইটি টেবিলের উপর তা বুঝাচ্ছে।

He went to school – সে স্কুলে গিয়েছিল। এখানে to শব্দ দ্বারা went ও school দুটি শব্দকে সংযুক্ত করেছে।

The girl is between the boys – মেয়েটি বালকদের মাঝে আছে। এখানে between শব্দ দ্বারা বালিকার অবস্থান প্রকাশ করছে।

সুতরাং in, on, to, between এই শব্দগুলো Preposition বা সম্বন্ধবাচক অব্যয়।

At,in, into, by, of, with, below, under, above, from, beside, behind ইত্যাদি Preposition বা সম্বন্ধ সূচক অব্যয়।

Grammar Preposition বা সম্বন্ধ সূচক অব্যয় কাকে বলে?
Grammar Preposition বা সম্বন্ধ সূচক অব্যয়

( Kinds of Preposition বা সম্বন্ধ সূচক অব্যয়ের প্রকারভেদ )

Preposition সাধারণত ছয় প্রকারঃ-

Simple Preposition

Double Preposition

Compound Preposition

Phrase Preposition

Participle Preposition

Disguised Preposition

Simple Preposition কাকে বলে?

এক Word বিশিষ্ট Preposition গুলোকে Simple Preposition বলে।

যেমনঃ In, at, to, for, of, out, from, up, with, by ইত্যাদি Simple Preposition ।

Double Preposition কাকে বলে?

দুটি Simple Preposition নিয়ে গঠিত Preposition কে Double Preposition বলে।

যেমনঃ Into ( in+to) ( up+on = upon) ( with+ in = within) ( with+ out= without) ইত্যাদি।

Compound Preposition কাকে বলে?

কোন Noun, Adjective বা Adverb এর পূর্বে Simple Preposition যুক্ত হয়ে যে Preposition গঠন করে, তাকে Compound Preposition বলে।

যেমনঃ on ( a+long= along) by ( be + side= beside) by ( be + hind = behind ) by ( be + tween = between) ইত্যাদি।

Phrase Preposition কাকে বলে?

কোন Phrase যখন একটি Preposition এর মত কাজ করে, তখন তাকে Phrase Preposition বলে। যেমনঃ

There is a garden in front of our school – আমাদের স্কুলের সামনে একটি বাগান আছে।

He took Economics instead of civics – তিনি পৌরবিজ্ঞানের পরিবর্তে অর্থনীতি নিয়েছিলেন।

এখানে in front of, instead of, phrase গুলো Preposition phrase ।

Participle Preposition কাকে বলে?

কোন participle যখন Preposition এর কাজ করে, তখন তাকে Participle Preposition বলে। যেমনঃ

Regarding the matter he knows nothing – বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না ।

এখানে Regarding বা about হল Participle Preposition ।

Disguised Preposition কাকে বলে?

Disguise অর্থ ছদ্মবেশ। যখন কোন Preposition, disguise বা ছদ্মবেশ, আকারে বাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে Disguised Preposition বলে।

যেমনঃ

The king went a ( = on ) hunting – রাজা শিকারে গেলেন।

It is 5o’ (= of) clock in the evening – সন্ধ্যা ৫ঃ০০ টা বাজে।

এখানে on, এবং of Preposition গুলো ছদ্মবেশ রূপে ‘a’ এবং ‘o’ হয়েছে। সুতরাং এখানে ‘a’ এবং ‘o’ হলো disguised preposition ।

আরো দেখুনঃ-

Formation of Adverb বা ক্রিয়া বিশেষণ গঠন করার নিয়ম

Kinds of Adverb বা ক্রিয়া বিশেষণ কত প্রকার ও কি কি উদাহরণসহ

Adverb বা ক্রিয়া বিশেষণ কাকে বলে? Adverb এর বিভিন্ন ব্যবহার

Formation of Verb বা ক্রিয়া গঠন

Principal Verb বা প্রধান ক্রিয়া কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *