Kinds of Adverb – Adverb বা ক্রিয়া বিশেষণ কত প্রকার ও কি কি উদাহরণসহ

Kinds-of-Adverb – Adverb বা ক্রিয়া বিশেষণ কত প্রকার ও কি কি? উদাহরণ সহ আলোচনা।

( আসসালামু আলাইকুম) সম্মানিত দর্শকবৃন্দ এই পোস্টটি থেকে আপনারা জানতে পারবেন Kinds-of-Adverb বা ক্রিয়া বিশেষণ সর্ম্পকে।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে। Adverb সম্পর্কে ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য Adverb post দেখুন

Kinds-of-Adverb ক্রিয়া বিশেষণের প্রকারভেদ
Kinds of Adverb বা ক্রিয়া বিশেষণের প্রকারভেদ

Kinds-of-Adverb বা ক্রিয়া বিশেষণের প্রকারভেদ।

Adverb বা ক্রিয়া বিশেষণ প্রধানত তিন প্রকারঃ

1.Simple Adverb

2. Interrogative Adverb

3. Relative or Conjunctive Adverb

Simple Adverb কাকে বলে?

যে Word কোন Word বা Sentence কে Modify করে? তাকে Simple Adverb বলে।

Simple Adverb আট প্রকারঃ-

1.Adverb of time

2. Adverb of place

3. Adverb of Manner

4. Adverb of Degree

5. Adverb of Number

6. Adverb of cause and Effect

7. Adverb of Order

8.Adverb of Assertion

Adverb of Time কাকে বলে?

যে Adverb কোন কার্য সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করে, তাকে Adverb of time বলে।

যেমনঃ

He has come today – সে আজ এসেছে।

He is always busy – সে সর্বদা ব্যস্ত।

I will come soon – আমি শীঘ্রই আসব।

এখানে today, always, soon এই শব্দগুলো দ্বারা বিশেষ বিশেষ সময় নির্দেশ করছে তাই এগুলো Adverb of time ।

Adverb of time এর আরো কিছু উদাহরণঃ

Yesterday , tomorrow, daily, early, now, then, when, soon, sometimes, never, since, ago, after, before, often, once, thrice, again, presently, afterwards , immediately ইত্যাদি।

Adverb of place কাকে বলে?

যে Adverb কোন কার্য সম্পন্ন হওয়ার স্থান নির্দেশ করে, তাকে Adverb of place বলে।

Don’t go there – সেখানে যেও না।

The sky is above us – আকাশ আমাদের উপরে।

এখানে There ও Above এই দুটি শব্দ দ্বারা স্থান নির্দেশ করছে তাই এগুলো Adverb of place ।

Adverb of place এর কিছু উদাহরণঃ

Here, hither, thither, near, below, nearly, away, abroad, ahead, overhead, Nextdoor, out of doors, inside, outside, in , out ইত্যাদি।

Adverb of manner কাকে বলে?

যে Adverb কোন কার্য সম্পন্ন হওয়ার পদ্ধতি বা ধরন নির্দেশ করে, তাকে Adverb of manner বলে।

He entered the room slowly – সে ধীরে ধীরে কক্ষে প্রবেশ করলো।

Certainly he will come – সেই নিশ্চয়ই আসবে।

এখানে slowly, ও certainly হল Adverb of manner

Adverb of manner এর আরো কিছু উদাহরণঃ

Silently , justly, probably, gently, hardly, well, thus,how, so, wisely, badly, quickly ইত্যাদি ।

Adverb of Degree কাকে বলে?

যে Adverb কোন কার্য সম্পন্ন হওয়ার পরিমাণ বা মাত্রা নির্দেশ করে, তাকে Adverb of Degree বলে। যেমনঃ

He is quite happy – সে পুরোপুরি খুশি।

The fruit is almost ripe – ফলটি প্রায় পাকা।

এখানে Quite ও almost হলো Adverb of Degree

Adverb of Degree এর আরো কিছু উদাহরণঃ

Very, much, partly, half, too, fully, wholly, entirely, completely, totally, greatly , poorly, enough, somewhat, little, a little ইত্যাদি।

Adverb of Number কাকে বলে?

যে Adverb কোন কার্য সম্পন্ন হওয়ার সংখ্যা নির্দেশ করে , তাকে Adverb of Number বলে।

যেমনঃ

He comes here twice a day – সে দিনে দু বার এখানে আসে।

He often comes here – সে প্রায়ই এখানে আসে।

এখানে twice, ও often হল Adverb of Number

Adverb of Number এর আরো কিছু উদাহরণঃ

once, twice, thrice, again, always ইত্যাদি।

Adverb of Order কাকে বলে?

যে Adverb কোন কার্য সম্পন্ন হওয়ার পর্যায় নির্দেশ করে, তাকে Adverb of Order বলে।

He came here last – সে সর্বশেষ এখানে এসেছিল।

Adverb of Cause and Effect কাকে বলে?

যে Adverb কোন কার্য সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল প্রকাশ করে , তাকে Adverb of Cause and Effect বলে।

যেমনঃ

He therefore left the place – সুতরাং সে স্থানটি ত্যাগ করল। এখানে ( therefore -Adverb of Cause and Effect)

As, So, because ইত্যাদি Adverb of Cause and Effect ।

Adverb of Assertion কাকে বলে?

যে Adverb কোন কার্য সম্পন্ন হওয়ার হাঁ – বোধক বা না – বোধক অবস্থা প্রকাশ করে, তাকে Adverb of Assertion বলে।

যেমনঃ Yes ,I did it – হ্যাঁ, আমি এটা করছিলাম।

I have never gone there – আমি কখনো সেখানে যায়নি ।

এখান Yes ও never হল , Adverb of Assertion ।

Interrogative Adverb কাকে বলে ?

যে Adverb কোন প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয়, তাকে Interrogative Adverb বলে। যেমনঃ

How did you go there? – তুমি কীভাবে সেখানে গিয়েছিলে?

When will you come – তুমি কখন আসবে।

Why are you crying ? তুমি কাঁদছ কেন?

এখানে How, When, Why ইত্যাদি হল Interrogative Adverb ।

Relative or Conjunctive Adverb কাকে বলে?

যে Adverb দুটি বাক্যকে যুক্ত করে এবং তার পূর্ববর্তী এর সঙ্গে সম্পর্ক প্রকাশ করে, তাকে Relative Adverb বলে।

যেমনঃ

When will he Come? – সে কখন আসবে?

I know the place where he lives – সে কোথায় থাকে আমি জানি।

এখান। When, Where হল Relative Adverb ।

( Position of Adverb – ক্রিয়া বিশেষণ এর ব্যবহার )

সাধারণত Adverb helping verb এবং Main verb এর মাঝে বসে। যেমনঃ

I shall certainly come – আমি অবশ্যই আসবো।

He is still standing there – সে এখনো সেখানে দাঁড়িয়ে আছে।

এখানে certainly, still মাঝে বসেছে।

Adverb of manner, Adverb of place, এবং Adverb of Time প্রায়ই Verb এর পরে বসে। আর যদি বাক্যে Object থাকে তবে Object এর পরে বসে । যেমনঃ

I saw him yesterday – আমি তাকে গতকাল দেখেছিলাম। এখানে ‘ yesterday ‘ Adverb of time

It is raining heavily – জোরে বৃষ্টি হচ্ছে। এখানে ‘heavily’ Adverb of manner ।

He will go there – সে সেখানে যাবে। এখানে “there” Adverb of place ।

Adverb কোন Adjective বা অন্য কোন Adverb কে Modify করতে ওই Adjective বা Adverb এর পূর্বে বসে।

The book is very interesting – বইটি খুব আনন্দদায়ক।

Don’t walk so fast – এতো জোরে হেঁট না।

The man is quite well – লোক টি সম্পূর্ণ সুস্থ।

এখানে very,so, quite হল Adverb ।

সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করার জন্য অথবা জোর প্রধানে প্রশ্ন জিজ্ঞাসার জন্য Adverb বাক্যের প্রথমে বসতে পারে। যেমনঃ

Down went the Titanic – টাইটানিক জাহাজটি ডুবে গেল।

When has he come? – সে কখন এসেছ।

Fortunately , he was saved – ভাগ্যক্রমে সে রক্ষা পেল।

দর্শকবৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন Kinds-of-Adverb সম্পর্কে।

আপনাদেরকে Kinds-of-Adverb বা ক্রিয়া বিশেষণের প্রকারভেদ সম্পর্কে জানাতে এই পোস্টটি লেখা হয়েছে।

আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন কমেন্টের এর মধ্যমে।

আর যদি পোস্টটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।

আরো পড়ুন

Adverb বা ক্রিয়া বিশেষণ কাকে বলে? Adverb এর বিভিন্ন ব্যবহার

Formation of Verb বা ক্রিয়া গঠন

Principal Verb বা প্রধান ক্রিয়া কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ

Verb বা ক্রিয়া কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ

Use and Formation of Adjective বিশেষণের গঠন এবং ব্যবহার

Adverb of manner এর আরো কিছু উদাহরণঃ

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *