Use and Formation of Adjective বিশেষণের ব্যবহার এবং গঠন

Use and Formation of Adjective বিশেষণের ব্যবহার এবং গঠন।

সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য এই পোস্টটি লেখা হয়েছে । এই পোস্টে আলোচনা করা হবে Use and Formation of Adjective – বিশেষনের ব্যবহার এবং গঠন সম্পর্কে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জন্য। আপনারা এই পোস্ট থেকে Use and Formation of Adjective – বিশেষণের ব্যবহার এবং গঠন সম্পর্কে জানতে পারবেন।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Adjective – বা বিশেষণ সম্পর্কে। ধারাবাহিকভাবে Grammar সম্পর্কে জানার জন্য Adjective Post দেখুন

Use and Formation of Adjective বিশেষণের ব্যবহার এবং গঠন
Use and Formation of Adjective

Adjective এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহারঃ

Some, Any:

সংখ্যা বা পরিমাণ বুঝাতে Affirmative Sentence এ Some এবং Interrogative Sentence ও Negative Sentence এ “any” ব্যবহৃত হয়। যেমনঃ

Give me some money – আমাকে কিছু টাকা দাও।

He has not any book – তার কোন বই নেই।

Many,Much:

সংখ্যা বুঝাতে “Many” এবং পরিমাণ বুঝাতে “Much” ব্যবহৃত হয়। যেমনঃ

Many people were pregnant there – সেখানে অনেক লোক উপস্থিত ছিল।

There is much milk in the pot – পাত্রে অনেক দুধ আছে।

Few,A few, The few:

খুবই অল্প সংখ্যক বুঝাতে ( নেই বললেই চলে) “few” , অল্প সংখ্যক বুঝাতে ‘a few’ এবং অল্প সংখ্যক হলেও সবগুলো বুঝাতে ‘the few’ ব্যবহৃত হয়। যেমনঃ

I have few friends here – এখানে আমার কোন বন্ধু নেই বললেই চলে।

I have a few friends here – এখানে আমার কিছু বন্ধু আছে।

The few friends I have are not coming today – আমার যে কয়েকজন বন্ধু আছে আজ তারা আসছে না।

Little, A little, The little:

অল্প পরিমাণ, অর্থাৎ প্রায় নেই বললেই চলে বোঝাতে ‘Little’ সামান্য কিছু বোঝাতে ‘a little ‘ এবং সামান্য পরিমাণ হলেও সবটুকু বুঝাতে ‘the little’ ব্যবহৃত হয়। যেমনঃ

there is little water in jar – কলসে পানি নেই বললেই চলে।

Give me a little milk – আমাকে সামান্য দুধ দাও।

The little money I had has been spent -আমার যা টাকা ছিল সবগুলো খরচ হয়েছে।

Oldest , Eldest:

সাধারণভাবে বয়সে বড় হলে ‘Oldest’ এবং একই মায়ের সবচেয়ে বড় সন্তান হলে ‘eldest’ হয়। যেমনঃ

He is the oldest man in the village – সে গ্রামের মধ্যে সবচেয়ে বয়স্ক বয়স্ক ব্যক্তি।

Rahim is my eldest brother – রহিম আমার বড় ভাই।

Latest,Last:

শেষ সময় বুঝাতে ‘latest’ এবং সর্বশেষ বুঝাতে ‘last’ ব্যবহৃত হয়। যেমনঃ

This is the latest news – এটি হচ্ছে সর্বশেষ খবর

He is the last boy in the class – সে ক্লাসের সর্বশেষ বালক।

Nearest, Next:

নিকটবর্তী বোঝাতে ‘ nearest’ এবং পরবর্তী বুঝাতে ‘next’ ব্যবহৃত হয়। যেমনঃ

Our house is nearest the school – আমাদের বাড়িটি স্কুলের নিকটবর্তী।

He will go to Dhaka the next week – সে পরবর্তী সপ্তাহে ঢাকা যাবে।

Either, Neither:

দুটির মধ্যে একটি বুঝাতে ‘either’ এবং দুটির মধ্যে একটিও না বোঝাতে ‘neither’ বসে। যেমনঃ

Take either of the pens – কলমগুলো থেকে যে কোন একটি নাও।

I will take neither of the book – আমি বইগুলোর কোনটি নিব না।

( Formation of Adjective – বিশেষণের গঠন। )

কতিপয় Noun এর সাথে নির্দিষ্ট কোন বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে বা ঐ Noun এর মধ্যস্থিত কোন বর্ণের পরিবর্তন ঘটিয়ে এবং নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে Adjective গঠন করা যায়।

Noun থেকে Adjective গঠন করার নিয়মঃ

Noun Adjective
Death – মৃত্যুdead – মৃত
Cloud – মেঘcloudy – মেঘাচ্ছন্ন
Day – দিনdaily – দৈনিক
Heaven – স্বর্গheavenly – স্বর্গীয়
West – পশ্চিম western – পশ্চিমা
Fame – খ্যাতিfamous – বিখ্যাত
Sun – সূর্যSunny – রৌদ্রময়
Month monthly
Memory – স্মৃতি memorable – স্মরণীয়
Fool – বোকাfoolish – বোকামি

Noun এর শেষে ‘ful’ যোগ করে Adjective গঠন করা যায়। যেমনঃ

NounAdjective
Beauty – সৌন্দর্যbeatiful – সুন্দর
Fruit – ফলfruitful – ফলদায়ক
Power – শক্তিpowerful – শক্তিশালী
Joy – আনন্দ joyful – আনন্দদায়ক
Respect – সম্মান respectful – সম্মানজনক
Colour – রংcolourful – রঙিন
Duty – কর্তব্যdutiful – কর্তব্য পরায়ন
Success – সাফল্যsuccessful – সফল
Peace – শান্তিpeaceful – শান্তিপূর্ণ
Truth – সত্যtruthful – সত্যবাদী

Verb এর শেষে ‘ive’ যোগ করে Adjective গঠন করা যায়। যেমনঃ

VerbAdjective
Act – কাজ করা Active – সক্রিয়, কর্মঠ
Attract – আকর্ষণ করাattractive – আকর্ষণীয়
Affirm – হ্যাঁ সূচক করে বলাaffirmative – হ্যাঁ সূচক
Narrate – বর্ণনা করাnarrative – বর্ণনামূলক
Talk – কথা বলাtalkative – বাচাল

Verb এর শেষে able যোগ করে Adjective গঠন করা যায়। যেমনঃ

Verb Adjective
Break – ভাঙ্গা breakable – ভঙ্গুর
Eat – খাওয়াeatable – খাওয়ার যোগ্য
Rely – নির্ভর করাreliable – নির্ভরযোগ্য
Rely – নির্ভর করা reliable – নির্ভরযোগ্য
Comfort – আরাম দেওয়া comfortable – আরামদায়ক
Enjoy – উপভোগ করাenjoyable – উপভোগযোগ্য

দর্শকবৃন্দ আশা করছি আপনারা এই পোস্ট থেকে Use and Formation of Adjective বিশেষণের ব্যবহার এবং গঠন সম্পর্কে জানতে পেরেছেন।

আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন।

আর আমার পোস্টটি যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ( ধন্যবাদ সবাইকে )

( আরো পড়ুন )

Abstract Noun কাকে বলে? উদাহরণসহ

Kinds of Sentence বা বাক্যের প্রকারভেদ

Adjective বা বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি

Concrete Noun বা ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য কাকে বলে? কত প্রকার ও কি কি

Noun বা বিশেষ্য কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *