Grammar Adjective বা বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি
সম্মানিত দর্শকবৃন্দ ( আসসালামু আলাইকুম ) সবাই কেমন আছেন।
আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য এই পোস্টটি লেখা হয়েছে।
এই পোস্টটি লেখা হয়েছে Grammar Adjective বা বিশেষণ সম্পর্কে। Adjective একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের জন্য।
এই পোস্ট থেকে আপনারা Adjective বা বিশেষণ সম্পর্কে জানতে পারবেন ও কিছু শিখতে পারবেন। এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Pronoun সম্পর্কে।
ধারাবাহিকভাবে Grammar সম্পর্কে জানতে Pronoun Post দেখুন। তাহলে সহজে আপনারা Grammar সম্পর্কে জানতে পারবেন।

Adjective বা বিশেষণ কাকে বলে?
যে Word দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝায় তাকে Adjective বা বিশেষণ বলে। যেমনঃ
Kamal is reach – কামাল ধনী । এখানে “rich” শব্দ দ্বারা কামালের অবস্থা প্রকাশ করেছে।
Jamal is poor – জামাল গরিব। এখানে poor শব্দ দ্বারা জামালের অবস্থা প্রকাশ করেছে।
Riyaz has five eggs – রিয়াজের পাঁচটি ডিম আছে। এখানে five শব্দটি দ্বারা ডিমের সংখ্যা বুঝাচ্ছে।
Kamal has much money – কামালের অনেক টাকা আছে। এখানে Much শব্দটি দ্বারা টাকার পরিমান প্রকাশ করছে।
সুতরাং বুঝা গেল যে rich, poor, five , much এই শব্দগুলো হলো Adjective বা বিশেষণ।
( Classification of Adjective – বিশেষণের শ্রেণীবিভাগ )
Adjective বা বিশেষণ ছয় প্রকার। যথাঃ-
1. Adjective of Quality – গুণবাচক বিশেষণ।
2. Adjective of Quantity – পরিমাণবাচক বিশেষণ।
3. Adjective of Number – বা Numeral Adjective – সংখ্যাবাচক বিশেষণ।
4. Pronominal Adjective – সর্বনাম জাতীয় বিশেষণ।
5. Emphasising Adjective – জোর প্রকাশ বিশেষণ।
6. Proper Adjective – নামবাচক বিশেষণ।
Adjective of Quality বা গুণবাচক বিশেষণ কাকে বলে?
যে Adjective দ্বারা কোন Noun এর দোষ- গুণ বুঝায়, তাকে Adjective of quality বা গুণবাচক বিশেষণ বলে।
যেমনঃ Strong – শক্তিশালী, Intelligent – বুদ্ধিমান, Brave – সাহসী ইত্যাদি।
Adjective of Quantity বা পরিমাণবাচক বিশেষণ কাকে বলে?
যে Adjective দ্বারা কোন Noun এর পরিমাণ বুঝায়, তাকে Adjective of Quantity বা পরিমাণবাচক বিশেষণ বলে।
যেমনঃ Little -অল্প, Some – কিছু, Much – অনেক, Enough – যথেষ্ট ইত্যাদি।
Adjective of Number বা সংখ্যাবাচক বিশেষণ কাকে বলে?
যে সব Adjective দ্বারা কোন Noun এর সংখ্যা নির্দেশ করে, তাকে Adjective of Number বা সংখ্যাবাচক বিশেষণ বলে।
যেমনঃ Five – পাঁচ , Few – কিছু সংখ্যক, Many – অনেক ইত্যাদি।
Pronominal Adjective বা সর্বনাম জাতীয় বিশেষণ কাকে বলে?
যে সব Pronoun, Adjective এর মত ব্যবহৃত হয়, তাদেরকে Pronominal Adjective বা সর্বনাম জাতীয় বিশেষণ বলে।
যেমনঃ My – আমার, Your – তোমার, Any – যে কোন, Which – যাহা ইত্যাদি।
মনে রাখতে হবে যে, Adjective গুলো Noun এর পূর্বে বা পরেও বসতে পারে, কিন্তু সর্বদা Pronoun এর পরে বসে।
যেমনঃ It is a strong lion এখানে Noun এর পূর্বে বসেছে।
I want to make myself strong in English এখানে Pronoun এর পরে বসেছে।
Emphasising Adjective কাকে বলে?
যে Adjective, Noun এর পূর্বে বসে এর উপর জোর প্রদান করে, তাকে Emphasising Adjective বলে।
যেমনঃ
I did the work with my own hand – আমি নিজ হাতে এই কাজটি করেছি। এখানে own শব্দটি Noun এর পূর্বে বসে। জোর প্রদান করছে।
Proper Adjective কাকে বলে?
যে Adjective, Proper Noun থেকে গঠিত, তাকে Proper Adjective বলে। যেমনঃ
These are Bangladeshi foods – এগুলো বাংলাদেশী খাবার। এখানে Bangladeshi এটি Bangladesh Proper Noun থেকে গঠিত হয়েছে।
Bangladeshi – British – Italian – Indian ইত্যাদি Proper Adjective ।
Numeral Adjective বা Number of Adjective তিন প্রকার। যথাঃ-
Cardinal Numeral Adjective
Ordinal Numeral Adjective
Multiplicative Adjective
Cardinal Numeral Adjective কাকে বলে?
যে সব Adjective দ্বারা কোন Noun এর নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, তাকে Cardinal Numeral Adjective বলে।
যেমনঃ One, Two, Three ইত্যাদি।
Ordinal Numeral Adjective কাকে বলে?
যে সব Adjective দ্বারা Noun এর ক্রমানুসারে স্থান বা পর্যায় বুঝায়,তাকে Ordinal Numeral Adjective বলে।
যেমনঃ First, Second, Third, fourth, other ।
Multiplicative Numeral Adjective কাকে বলে?
যে সকল Adjective দ্বারা কোন একটি Noun কতবার রয়েছে বুঝায়, তাকে Multiplicative Numeral Adjective বলে।
যেমনঃ Single, ( Double – Twofold) Triple, Threefold, Fourfold, Fivefold ইত্যাদি।
সম্মানিত দর্শকবৃন্দ আশা করছি আপনারা জানতে পেরেছেন Grammar Adjective সম্পর্কে।
আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে সংশোধনের পরামর্শ দিন।
পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন ( ধন্যবাদ সবাইকে)
আরো পড়ুন
Pronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কি
Concrete Noun বা ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য কাকে বলে? কত প্রকার ও কি কি
Noun বা বিশেষ্য কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা
Parts of Speech বা পদ প্রকরণ কাকে বলে? কত প্রকার ও কি কি
Subject and Predicate উদ্দেশ্য এবং বিধেয়।