Concrete Noun বা ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য কাকে বলে?
যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, তাকে Concrete Noun বা ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য বলে।
যেমনঃ Kamal, Cow, Silver, Class ইত্যাদি।
Abstract Noun বা গুণবাচক বিশেষ্য কাকে বলে?
যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা ও কার্যের নাম বুঝায়, তাকে Abstract Noun বা গুণবাচক বিশেষ্য বলে।
যেমনঃ Honesty , Goodness , Courage , Power ইত্যাদি। Abstract Noun কে চোখে দেখা যায় না। একে শুধু অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়।
সম্মানিত দর্শকবৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন Grammar Noun বা বিশেষ্য সম্পর্কে। Grammar Noun বা বিশেষ্য সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য এই পোস্টটি লেখা হয়েছে। পোস্টে যদি কোন ভুল থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন। পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে। ( ধন্যবাদ সবাইকে)