Noun বা বিশেষ্য কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা

Grammar Noun বা বিশেষ্য কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা।

সম্মানিত দর্শকবৃন্দ (আসসালামু আলাইকুম) আপনারা সবাই কেমন আছেন।

আশা করছি আল্লাহর দয়ায় সবাই ভাল আছেন।আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় পৌঁছে দেওয়ার জন্য এই পোস্টটি লেখা হয়েছে।

এই পোস্টে Grammar Noun বা বিশেষ্য কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা করা হয়েছে।

Grammar Noun বা বিশেষ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ছাত্র-ছাত্রীদের জন্য।

তাই Grammar Noun বা বিশেষ্য সম্পর্কে জানানোর জন্য এই পোস্টটি লেখা হয়েছে।

আশা করছি আপনারা এই পোস্ট থেকে Grammar Noun বা বিশেষ্য সম্পর্কে জানতে পারবেন ও কিছু শিখতে পারবেন।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Grammar Parts of Speech বা পদ প্রকরণ সম্পর্কে।

ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য Parts of Speech Post দেখুন।

Noun বা বিশেষ্য কাকে বলে?

যে Word বা শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী,শ্রেণী, গুণ ইত্যাদির নাম বুঝায়, তাকে Noun বা বিশেষ্য বলে। যেমনঃ

Riyaz is a good boy – রিয়াজ একজন ভালো ছেলে। এখানে Riyaz একজন ব্যক্তির নাম।

The cow gives us milk – গাভী আমাদেরকে দুধ দেয়। এখানে Cow শব্দ দ্বারা একটি প্রাণী বুঝাচ্ছে।

The class is not attentive – শ্রেণীটি মনোযোগী নয়। এখানে Class শব্দ দ্বারা শ্রেণীর নাম বুঝাচ্ছে।

Honesty is the best policy – সততা সেরা নীতি। এখানে Honesty দ্বারা একটি গুণের নাম বুঝাচ্ছে।

নিচে আরো কয়েকটি Noun বা বিশেষ্যের উদাহরণ দেওয়া গেল। যেমনঃ

ব্যক্তির নামঃ Kamal-কামাল , Jamal-জামাল , Nazrul – নজরুল , Father – পিতা ,Mother – মাতা , Brother – ভাই , Son – পুত্র ইত্যাদি।

স্থানের নামঃ Dhaka – ঢাকা , Comilla – কুমিল্লা, Chattagram – চট্টগ্রাম , Noakhali – নোয়াখালী , Sylhet – সিলেট ইত্যাদি।

নদ-নদীর নামঃ Meghna – মেঘনা, Padma – পদ্মা , Karnafuli – কর্ণফুলী , ইত্যাদি।

ভাষার নামঃ Bengali – বাঙলা , English – ইংরেজি, Arabic – আরবী , Japanese – জাপানি ভাষা।

ধর্মগ্রন্থ ও বইয়ের নামঃ Holy Quran – মহাগ্রন্থ আল কোরআন , English grammar – ইংরেজি ব্যাকরণ ইত্যাদি।

প্রাণীর নামঃ Man – মানুষ, Tiger – বাঘ , Lion – সিংহ, Horse – ঘোড়া, Elephant – হাতি ,

বস্তুর নামঃ Water – পানি, Rice – চাল , Sugar – চিনি , Honey – মধু🍯, Orange – কমলা লেবু, Milk – দুধ ইত্যাদি।

শ্রেণী বা সমষ্টির নামঃ Class – শ্রেণী Army – সৈন্যদল, Crew – নাবিক দল, Jury – একদল বিচারক ইত্যাদি।

গুণের নামঃ Honesty – সততা , Power – শক্তি, Courage – সাহস ইত্যাদি।

( Classification of Noun – বিশেষ্যের শ্রেণী বিভাগ )

Noun বা বিশেষ্য কত প্রকার ও কি কি?

Noun বা বিশেষ্য প্রধানত দু প্রকারঃ-

1. Concrete Noun – ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য । ( বিস্তারিত দেখুন )

2. Abstract Noun – গুণবাচক বিশেষ্য। (বিস্তারিত দেখুন)

Concrete Noun বা ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য কাকে বলে?

যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, তাকে Concrete Noun বা ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য বলে।

যেমনঃ Kamal, Cow, Silver, Class ইত্যাদি।

Abstract Noun বা গুণবাচক বিশেষ্য কাকে বলে?

যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা ও কার্যের নাম বুঝায়, তাকে Abstract Noun বা গুণবাচক বিশেষ্য বলে।

যেমনঃ Honesty , Goodness , Courage , Power ইত্যাদি। Abstract Noun কে চোখে দেখা যায় না। একে শুধু অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়।

সম্মানিত দর্শকবৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন Grammar Noun বা বিশেষ্য সম্পর্কে। Grammar Noun বা বিশেষ্য সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য এই পোস্টটি লেখা হয়েছে। পোস্টে যদি কোন ভুল থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন। পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে। ( ধন্যবাদ সবাইকে)

আরো পড়ুন

Parts of Speech বা পদ প্রকরণ কাকে বলে? কত প্রকার ও কি কি

Subject and Predicate উদ্দেশ্য এবং বিধেয়

Word and Syllable শব্দ ও শব্দাংশ কি? উহা কত প্রকার ও কি কি

Sentence বা বাক্য কাকে বলে? উদাহরণসহ

Vowel and Consonant স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *