Parts of speech বা পদ প্রকরণ কাকে বলে? কত প্রকার ও কি কি

Parts of speech বা পদ প্রকরণ কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ

( হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন )

আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য এই পোস্টটি লেখা হয়েছে।

এই পোস্টটি Parts of speech বা পদ প্রকরণ সম্পর্কে লেখা হয়েছে‌।

Grammar Parts of speech একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের জন্য ।

তাই Parts of Speech বা পদ প্রকরণ সম্পর্কে জানানোর জন্য এই পোস্টটি লেখা হয়েছে।

আশা করছি আপনারা এই পোস্ট থেকে Parts of speech বা পদ প্রকরণ সম্পর্কে জানতে পারবেন ও কিছু শিখতে পারবেন।

এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Grammar Subject and Predicate সম্পর্কে।

ধারাবাহিকভাবে Grammar সম্পর্কে জানার জন্য Subject and Predicate Post দেখুন ।

Grammar Parts of Speech , This image is grammar parts of speech related.
Grammar Parts of Speech

ইংরেজি ভাষায় অনেক word বা শব্দ আছে। এ word বা শব্দগুলো Sentence বা বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে।

এদের কোন word বা শব্দ দ্বারা নাম বুঝায়,কোন word বা শব্দ নামের পরিবর্তে বসে।

কোন কোন word বা শব্দ কাজের অবস্থা বা প্রকৃতি নির্ণয় করে। কোন word বা শব্দ দুটি word বা Sentence কে যুক্ত করে।

কোনোটি word বাক্যের অপরাপর word এর সাথে সম্পর্ক প্রকাশ করে। আবার কোন word মনের আবেগ, আনন্দ,অনুভূতি প্রকাশ করে।

Parts of Speech বা পদ প্রকরণ কাকে বলে?

Sentence বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক word বা শব্দ কে এক একটি Parts of Speech বা পদ প্রকরণ বলে। যেমনঃ

Kamal has a pen – কামালের একটি কলম আছে। এখানে কামাল একজনের নাম এবং কলম একটি বস্তুর নাম প্রকাশ করেছে।

He has two brothers – তার দুজন ভাই আছে। এখানে কামালের পরিবর্তে He বসেছে ।

Kamal is a good boy – কামাল ভাল ছেলে। এখানে good শব্দ দ্বারা কামাল কেমন বালক তা বুঝাচ্ছে।

He goes home – সে বাড়ি যায়। এখানে goes দ্বারা সে কি করে তা বুঝাচ্ছে।

The pen is on the table – কলমটি টেবিলের ওপর। এখানে on কলম ও টেবিলের সম্বন্ধ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে।

Kamal and Jamal are two brothers – কামাল এবং জামাল দুই ভাই। এখানে and কামাল এবং জামাল দুটি শব্দকে যোগ করেছে।

Alas! Jamal’s father is dead – হায়! জামালের বাবা মৃত। এখানে Alas! দ্বারা মনের আবেগ প্রকাশ করা হয়েছে।

ওপরে Sentence গুলিতে ব্যবহৃত Word গুলো এক একটি বিশেষ কাজ করেছে। প্রত্যেকটি Word এক একটি Parts of Speech বা পদ প্রকরণ।

Parts of Speech বা পদ প্রকরণ আট প্রকার। যথাঃ-

Noun – বিশেষ্য । ( বিস্তারিত দেখুন)

Pronoun – সর্বনাম। ( দেখুন )

Adjective – বিশেষণ। ( দেখুন )

Verb – ক্রিয়া । ( বিস্তারিত দেখুন )

Adverb – ক্রিয়া বিশেষণ। ( বিস্তারিত দেখুন)

Preposition – সম্বন্ধ সূচক অব্যয়। ( দেখুন )

Conjunction – সংযোজক অব্যয়। ( দেখুন )

Interjection – আবেগ সূচক অব্যয়। ( দেখুন )

বন্ধুগণ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন গ্রামার Parts of Speech বা পদ প্রকরণ সম্পর্কে। লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন। এই পোস্টটি যদি উপকারে আসে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। (ধন্যবাদ সবাইকে)

আরো পড়ুন

Subject and Predicate উদ্দেশ্য এবং বিধেয়

Sentence বা বাক্য কাকে বলে? উদাহরণসহ

Word and Syllable শব্দ ও শব্দাংশ কি? উহা কত প্রকার ও কি কি

Vowel and Consonant স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কাকে বলে ? কত প্রকার ও কি কি

Letter and Alphabet বর্ণ ও বর্ণমালা কি? কত প্রকার ও কি কি

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *