ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য এর আগের পোস্ট Word and Syllable Post দেখুন।
Grammar Sentence বা বাক্য
Sentence বা বাক্য কাকে বলে?
কয়েকটি অর্থবোধক word বা শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে, তাকে Sentence বা বাক্য বলে।
যেমনঃ I write a letter – আমি একটি চিঠি লিখি। এই শব্দগুলো দিয়ে নির্দিষ্ট অর্থ প্রকাশ করেছে।
আর যদি এলোমেলো ভাবে লেখা হতো তাহলে সেগুলো বাক্য হতো না। যেমনঃ I letter a write
You read a book – তুমি বই পড়। এখানে এই বাক্যটি সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করেছে। এখানে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করছে। ( এটি বাক্য নয় You a book read )
He is playing football – সে ফুটবল খেলছে। এখানে সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করেছে তাই এটা Sentence বা বাক্য। ( বাক্য নয় -He football playing is
কোন কোন ক্ষেত্রে একটি মাত্র শব্দ দ্বারাও Sentence বা বাক্য গঠন হয়।
Sentence এ আদেশ বুঝালে এমন হয়। এক্ষেত্রে যাকে আদেশ করে কিছু বলা হয় সেই Subject বা কর্তা Silent বা ঊহ্য থাকে।
যেমনঃ (Go – যাও )এখানে You ঊহ্য রয়েছে। ( Play – খেল ) এখানে You ঊহ্য রয়েছে।
আবার কোন প্রশ্নের জবাব দিতে যদি একটি মাত্র word বা শব্দে দিতে হয় তাহলে সে word বা শব্দকেও Sentence বা বাক্য বলা যেতে পারে। যেমনঃ
Are you happy ?- তুমি কি সুখী? Yes
Is he a fool ? – সে কি বোকা? No
What is your father? তোমার পিতা কি করেন? Farmer ইত্যাদি।
অতএব বুঝা গেল যে, কোন প্রশ্নের জবাবে যদি একটিমাত্র word বা শব্দ ব্যবহার করা হয় তখন সেই word বা শব্দ Sentence বা বাক্য হয়।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে Sentence বা বাক্যে আল্লাহর নাম, কোন ব্যক্তি, দেশ, নদ নদী, পাহাড় ,পর্বত ইত্যাদির নাম থাকলে প্রথম অক্ষর Capital Letter বা বড় হাতের অক্ষর হয়।
আশা করি আপনারা এই পোস্ট থেকে জানতে পেরেছেন Grammar Sentence সম্পর্কে।