Word and Syllable শব্দ ও শব্দাংশ কি? উহা কত প্রকার ও কি কি

Grammar Word and Syllable শব্দ ও শব্দাংশ কি? উহা কত প্রকার ও কি কি

সম্মানিত দর্শকবৃন্দ,(আসসালামু আলাইকুম )

আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য এই পোস্টটি লেখা হয়েছে। এই পোস্টটি Grammar Word and Syllable বিষয় নিয়ে লেখা হয়েছে। Grammar Word and Syllable একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের জন্য। তাই এই বিষয়ে সম্পর্কে আপনাদের জানানোর জন্য এই পোস্টটি লেখা হয়েছে। আশা করছি এই পোস্ট থেকে আপনারা কিছু জানতে পারবেন। এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Vowel and Consonant স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সম্পর্কে। ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য Vowel and Consonant Post দেখুন।

Word বা শব্দ কাকে বলে?

দুই বা ততোধিক Letter বা বর্ণ পাশাপাশি বসে যদি তা কোন সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে Word বা শব্দ বলে।

এলোমেলো ভাবে কতগুলো Letter বা বর্ণ পাশাপাশি বসলে তা কিন্তু Word বা শব্দ হয় না। প্রত্যেকটি Word বা শব্দ অবশ্যই অর্থ প্রকাশ করবে। যেমনঃ

C+a+t = Cat অর্থ বিড়াল 🐱

D+o+g = Dog অর্থ কুকুর 🐕

B+o+o+k = Book অর্থ বই ইত্যাদি।

উপরে ১ নং বাক্যে C+a+t এই তিনটি Letter বা বর্ণ মিলে Cat হয়েছে এবং এই Word বা শব্দ দ্বারা বিড়াল বুঝাচ্ছে।

২ নং বাক্যে D+o+g এই তিনটি Letter বা বর্ণ পাশাপাশি বসে Dog হয়েছে। যার অর্থ প্রকাশ করেছে কুকুর।

৩ নং বাক্যে B+o+o+k এই চারটি Letter বা বর্ণ পাশাপাশি বসে Book হয়েছে। এবং এই Word বা শব্দ দ্বারা বই বুঝাচ্ছে।

প্রত্যেকটি শব্দ উচ্চারণ হওয়ার জন্য Vowel অবশ্যই থাকবে। Vowel ছাড়া কোন শব্দ উচ্চারণ হয় না। Vowel and Consonant কি তা আগের পোস্টে আলোচনা করা হয়েছে।

আরো কয়েকটি Grammar word এর উদাহরণ দেওয়া গেল। যথাঃ-

Letters WordNot Word
B+o+xBox – বাক্স Xob
C+a+t Cat – বিড়ালAtc
B+o+a+tBoat – নৌকা Bato
F+l+o+w+e+rFlower – ফুল Orewfl
Grammar word and Syllable

এখানে প্রত্যেকটি Word বা শব্দ অর্থ প্রকাশ করেছে। যেগুলো অর্থ প্রকাশ করেনি সেগুলো কোন word বা শব্দ হয় না। প্রত্যেকটি Word বা শব্দ উচ্চারণের জন্য Vowel বা স্বরবর্ণ ব্যবহার হয়েছে। Vowel বা স্বরবর্ণ ছাড়া কোন শব্দ উচ্চারণ হয় না।

Grammar Word and Syllable
Grammar Word and Syllable

Syllable বা শব্দাংশ কাকে বলে?

কোন Word বা শব্দে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, সেই অংশকে Syllable বা শব্দাংশ বলে।

যেমনঃ Mother Mo – ther = Mother মা , Fa – ther = Father পিতা ইত্যাদি। এখানে একটি Word বা শব্দে দুটি Syllable বা শব্দাংশ আছে।Mo – ther ,Fa -ther ।

মনে রাখার বিষয় হচ্ছে একটি Word বা শব্দে এক বা একাধিক Syllable বা শব্দাংশ থাকতে পারে।

আবার একটি Syllable বা শব্দাংশ নিয়েও Word বা শব্দ গঠন করা হয়। একটি Syllable বা শব্দাংশে কমপক্ষে একটি Vowel বা স্বরবর্ণ থাকতেই হবে। শুধু উচ্চারণের সাহায্য করাই Syllable বা শব্দাংশ এর কাজ ।

Syllable বা শব্দাংশ ভাগ করার সময় প্রত্যেকটি অংশের মাঝে Hyphen (-) ব্যবহার করতে হয়।

Syllable বা শব্দাংশ চার প্রকার। যথাঃ-

Mono- syllable এক শব্দাংশ।

Di – syllable দুই শব্দাংশ।

Tri – syllable তিন শব্দাংশ।

Poly – syllable বহু শব্দাংশ।

Mono – syllable কাকে বলে?

যে Word বা শব্দে একটি মাত্র Syllable বা শব্দাংশ থাকে, তাকে Mono – syllable বলে। যেমনঃ Dog ,Cow,Boy ইত্যাদি।

Di – syllable কাকে বলে?

যে Word বা শব্দে দুটি Syllable বা শব্দাংশ থাকে, তাকে Di – syllable বলে। যেমনঃ Fa-ther = Father পিতা, Mo – ther = Mother মাতা , Gram – mar = Grammar ব্যাকরণ ইত্যাদি ।

Tri -syllable কাকে বলে?

যে word বা শব্দে তিনটি Syllable থাকে, তাকে Tri – syllable বলে । যেমনঃ Won – der – ful = Wonderful, Ca-pi-tal = Capital ইত্যাদি।

Poly – syllable কাকে বলে?

যে word বা শব্দে তিনটির অধিক Syllable বা শব্দাংশ থাকে, তাকে Poly – syllable বলে । যেমনঃ Con-ver-sa-tion = Conversation, Ha – bi- ta – tion = Habitation , Or-ga-ni-za-tion = Organization ইত্যাদি। প্রত্যেকটি Syllable এ Vowel বা স্বরবর্ণ অবশ্যই থাকবে।

সম্মানিত দর্শকবৃন্দ আশা করি এই পোস্ট থেকে আপনারা জানতে পেরেছেন Grammar Word and Syllable শব্দ ও শব্দাংশ সম্পর্কে। Grammar Word and Syllable লেখা পোস্টে কোন প্রকার ভুল হলে সংশোধনের পরামর্শ দিন। পোস্ট টি যদি উপকারী হয়ে থাকে তাহলে শেয়ার করুন বন্ধুদের সাথে। ( ধন্যবাদ সবাইকে )

আরো পড়ুন

ইংরেজি ব্যাকরণ কাকে বলে? শেখার প্রয়োজন কেন

Letter and Alphabet বর্ণ ও বর্ণমালা কি কত প্রকার ও কি কি

Vowel and Consonant স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ

ভাষা এবং মাতৃভাষা কাকে বলে? ভাষার প্রয়োজনীয়তা এবং ব্যবহার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *