Grammar Word and Syllable শব্দ ও শব্দাংশ কি? উহা কত প্রকার ও কি কি
সম্মানিত দর্শকবৃন্দ,(আসসালামু আলাইকুম )
আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য এই পোস্টটি লেখা হয়েছে। এই পোস্টটি Grammar Word and Syllable বিষয় নিয়ে লেখা হয়েছে। Grammar Word and Syllable একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের জন্য। তাই এই বিষয়ে সম্পর্কে আপনাদের জানানোর জন্য এই পোস্টটি লেখা হয়েছে। আশা করছি এই পোস্ট থেকে আপনারা কিছু জানতে পারবেন। এর আগের পোস্টে আলোচনা করা হয়েছে Vowel and Consonant স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সম্পর্কে। ধারাবাহিকভাবে গ্রামার সম্পর্কে জানার জন্য Vowel and Consonant Post দেখুন।
Word বা শব্দ কাকে বলে?
দুই বা ততোধিক Letter বা বর্ণ পাশাপাশি বসে যদি তা কোন সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে Word বা শব্দ বলে।
এলোমেলো ভাবে কতগুলো Letter বা বর্ণ পাশাপাশি বসলে তা কিন্তু Word বা শব্দ হয় না। প্রত্যেকটি Word বা শব্দ অবশ্যই অর্থ প্রকাশ করবে। যেমনঃ
C+a+t = Cat অর্থ বিড়াল 🐱
D+o+g = Dog অর্থ কুকুর 🐕
B+o+o+k = Book অর্থ বই ইত্যাদি।
উপরে ১ নং বাক্যে C+a+t এই তিনটি Letter বা বর্ণ মিলে Cat হয়েছে এবং এই Word বা শব্দ দ্বারা বিড়াল বুঝাচ্ছে।
২ নং বাক্যে D+o+g এই তিনটি Letter বা বর্ণ পাশাপাশি বসে Dog হয়েছে। যার অর্থ প্রকাশ করেছে কুকুর।
৩ নং বাক্যে B+o+o+k এই চারটি Letter বা বর্ণ পাশাপাশি বসে Book হয়েছে। এবং এই Word বা শব্দ দ্বারা বই বুঝাচ্ছে।
প্রত্যেকটি শব্দ উচ্চারণ হওয়ার জন্য Vowel অবশ্যই থাকবে। Vowel ছাড়া কোন শব্দ উচ্চারণ হয় না। Vowel and Consonant কি তা আগের পোস্টে আলোচনা করা হয়েছে।
আরো কয়েকটি Grammar word এর উদাহরণ দেওয়া গেল। যথাঃ-
Letters | Word | Not Word |
B+o+x | Box – বাক্স | Xob |
C+a+t | Cat – বিড়াল | Atc |
B+o+a+t | Boat – নৌকা | Bato |
F+l+o+w+e+r | Flower – ফুল | Orewfl |
এখানে প্রত্যেকটি Word বা শব্দ অর্থ প্রকাশ করেছে। যেগুলো অর্থ প্রকাশ করেনি সেগুলো কোন word বা শব্দ হয় না। প্রত্যেকটি Word বা শব্দ উচ্চারণের জন্য Vowel বা স্বরবর্ণ ব্যবহার হয়েছে। Vowel বা স্বরবর্ণ ছাড়া কোন শব্দ উচ্চারণ হয় না।
