ইংরেজি ব্যাকরণ কাকে বলে?শেখার প্রয়োজন কেন

হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে।

আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টের বিষয় হচ্ছে ইংরেজি ব্যাকরণ বিষয়। ইংরেজি ব্যাকরণ কাকে বলে?

ইংরেজি ব্যাকরণ শেখার প্রয়োজনীয়তা কি?

ইংরেজি ব্যাকরণ কাকে বলে?

(Grammar বাংলা অর্থ হয়= ব্যাকরণ )

( English অর্থ = ইংরেজি)

তাহলে বুঝা গেল ( English Grammar অর্থ = ইংরেজি ব্যাকরণ

Grammar বা ব্যাকরণ ভাষার গঠনতান্ত্রিক বিশ্লেষিত একটি বিষয়। প্রত্যেক মানুষকে আগে ভাষা এবং পরে ব্যাকরণে আসতে হয়।

এলোমেলোভাবে কথা বললে কোন ভাষা ভালোভাবে শিখা যায় না এবং বলা যায় না।

কোন ভাষা অগোছালোভাবে বললে তা সঠিক অর্থ হয় না।

এক দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চল ভিত্তিক ভাষার অনেক পার্থক্য রয়েছে। একটি দেশে এক অঞ্চলে একেক রকম ভাষা ব্যবহার করে থাকে।

তাই দেশের সরকারি ভাষা ছাড়াও অঞ্চল ভিত্তিক আরো বিভিন্ন ভাষা হয়ে থাকে। এই ভাষাগুলোকে আঞ্চলিক ভাষা বলা হয়।

কিন্তু আন্তর্জাতিকভাবে অনুমোদিত একটি ভাষা আছে। এই ভাষা সকল দেশের কিছু কিছু মানুষ বুঝতে পারে।

এই ভাষা শিখতে গেলে আমাদেরকে English grammar সম্পর্কে জানতে হবে।

কোন দেশের দেশীয় ভাষা অন্য দেশের মানুষ শিখতে চাইলে সে ভাষার Grammar সম্পর্কে জানতে হবে।

তাই ইংলিশ গ্রামার কাকে বলে সহজভাবে বলতে গেলে বলা যায় যে,

যে বই পাঠ করলে বা শিখলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে বলা লেখা ও পড়ার নিয়ম কানুন বা কলা কৌশল জানা যায় তাকে English Grammar বা ইংরেজি ব্যাকরণ বলে।

ইংরেজি ব্যাকরণ কত প্রকার ও কি কি?

ইংরেজি গ্রামার প্রধানত পাঁচ প্রকার। যথাঃ

Orthography - বর্ণ প্রকরণ কাকে বলে?

Grammar এর যে অংশে Letter বা বর্ণের বিশুদ্ধ উচ্চারণ ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে Orthography বা পদ প্রকরণ বলে।

Etymology – শব্দ প্রকরণ কাকে বলে?

Grammar এর যে অংশে Word বা শব্দের উৎপত্তি ও গঠন রীতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে Etymology বা শব্দ প্রকরণ বলে।

Syntax – বাক্য প্রকরণ কাকে বলে

Grammar এর যে অংশে Sentence এর Word সমূহ শুদ্ধ রূপে যথাস্থানে ব্যবহার করা সম্পর্কে আলোচনা করা হয়, তাকে Syntax বা বাক্য প্রকরণ বলে।

Punctuation – বিরাম চিহ্ন প্রকরণ কাকে বলে?

Grammar এর যে অংশে বিরাম চিহ্ন প্রয়োগ সম্পর্কে বর্ণনা করা হয় তাকে Punctuation বা বিরাম চিহ্ন প্রকরণ বলে।

Prosody – ছন্দ প্রকরণ কাকে বলে?

Grammar এর যে অংশে ইংরেজি কবিতার ছন্দ সম্বন্ধে বর্ণনা করা হয়, তাকে Prosody বা ছন্দ প্রকরণ বলে।

এগুলো হচ্ছে ইংরেজি ব্যাকরণের শাখা সমূহ। ইংরেজি ব্যাকরণ ভালো করে বুঝতে হলে এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

কোন মানুষ যদি ইংরেজি ব্যাকরণ সম্পর্কে জানতে চাই বা ইংরেজি গ্রামার সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে চাই তাহলে তাকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে।

ইংরেজি ভাষা কি?

ইংরেজি ভাষা হচ্ছে একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা। বা একটি গোষ্ঠীর মাতৃভাষা কে বুঝায় ।

এই পৃথিবীতে জাতিগতভাবে বা রাষ্ট্রগতভাবে ইংরেজ বলে একটি জাতি আছে। ওই জাতির ভাষা হচ্ছে ইংরেজি , এদের মাতৃভাষা ইংরেজি।

সুতরাং সহজে বলতে গেলে বলা যায় যে, ইংরেজ জাতি যে ভাষায় কথা বলে, তাকে ইংরেজি ভাষা বলে।

এই ইংরেজি ভাষা হচ্ছে, মূলত ইংল্যান্ডের রাষ্ট্রীয় ভাষা। ইংল্যান্ডের নাগরিকগণ ইংরেজ হিসেবে পরিচিত।

এই ইংরেজি ভাষাটি একটি আন্তর্জাতিক স্বীকৃত ভাষা।

ইংল্যান্ড ছাড়াও আরো বিভিন্ন দেশ রয়েছে যাদের রাষ্ট্রীয় ভাষা ইংরেজি।

এছাড়াও এক একটি রাষ্ট্রের ইংরেজি ভাষার মধ্যে পার্থক্য রয়েছে।

ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা কি?

বর্তমানে এই পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত হচ্ছে ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা খুবই সমৃদ্ধ ভাষা।

এই ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ার কারণে প্রত্যেক দেশে এই ভাষা শেখার জন্য গুরুত্ব দেওয়া হয়।

আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও ইংরেজি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ইংরেজি ভাষায় পারদর্শী হওয়ার জন্য বা ইংরেজি ভাষা শেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি একটি বিষয় থাকবে অবশ্যই।

এই ইংরেজি ভাষা শিখলে পৃথিবীর যেকোনো রাষ্ট্রের যেকোনো জাতির সাথে ইংরেজি ভাষা ব্যবহার করে কথা বলা যায় এবং সুসম্পর্ক বজায় রাখা যায়।

ইংরেজি ভাষা শিখে একজন মানুষ নিজেকে শিক্ষিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

একজন মানুষ যদি আন্তর্জাতিকভাবে কর্মসংস্থান বা ব্যবসা বাণিজ্য করতে চাই তাহলে ইংরেজি ভাষা শেখা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সাহিত্য ভিত্তিক জ্ঞান অর্জনের সাথে বর্তমান প্রতিযোগিতামূলক জনবহুল পৃথিবীতে জীবন ও জীবিকার তাগিদেও একজন মানুষকে ইংরেজি শিখতে হচ্ছে।

ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ শেখা প্রয়োজন কেন?

ইংরেজি গ্রামার শেখার প্রয়োজন হচ্ছে ইংরেজিতে কথা বলার জন্য।

আল্লাহর তৈরি এই বিশ্ব জগতে এক একটি রাষ্ট্রের ভাষা এক রকম হয়ে থাকে।

এই ভাষা যাদের রাষ্ট্রীয় ভাষা বা মাতৃভাষা তাদের কথা বলার জন্য কোন গ্রামার লাগে না।

তাদের মাতৃভূমিতে তারা যা শিখেছে তা দিয়েই তারা কথা বলতে পারে।

কিন্তু একজন মানুষ যদি আরেকটি রাষ্ট্রর ভাষা শিখতে চাই তাহলে তাকে ঐ রাষ্ট্রের গ্রামার বা ব্যাকরণ শিখতে হবে।

এই গ্রামার বা ব্যাকরণ না জানলে একজন মানুষ কোনভাবে আরেকটি রাষ্ট্রের ভাষা শুদ্ধভাবে বলতে পারবে না।

যেহেতু ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক স্বীকৃত ভাষা এই ভাষা শেখার জন্য একজন মানুষকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ অবশ্যই শিখতে হবে।

সম্মানিত বন্ধুগণ আশা করছি আপনারা এই পোস্ট থেকে কিছু জানতে পেরেছেন বা কিছু শিখতে পেরেছেন । এই পোস্টের লেখায় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন। আর আপনার প্রয়োজনীয় বিষয় জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। (ধন্যবাদ সবাইকে)

আরো জানতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।

ভাষা এবং মাতৃভাষা কাকে বলে? ভাষার প্রয়োজনীয়তা এবং ব্যবহার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *